ধানবাদ, 12 নভেম্বর:ফের ট্রেন দুর্ঘটনা এবং মৃত্যুও ৷ শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের কোদারমা জেলায় ৷ পূর্ব-মধ্য রেল সূত্রে জানা গিয়েছে, দিল্লিগামী একটি ট্রেন যাওয়ার সময় একটি ওভারহেড তার দেখে থেমে যায় ৷ আর তার ফলে প্রবল ঝাঁকুনি লাগে ট্রেনে ৷ সেই ঝাঁকুনিতেই দুই যাত্রীর মৃত্যু হয়েছে ৷
পরসাবাদের কাছে গোমোহ এবং কোদারমা স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর 12টা নাগাদ ৷ পুরী-নিউদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসটি ঝাড়খণ্ডের গোমোহ ও কোদারমা স্টেশনের মাঝে ছিল ৷ হঠাৎ একটি ইলেকট্রিক ওভারহেড তার ছিঁড়ে চলন্ত ট্রেনের সামনে পড়ে যায় ৷ আর তা দেখে ট্রেনচালক তড়িঘড়ি ব্রেক কষে ট্রেন থামাতে বাধ্য হন ৷
ধানবাদ রেলওয়ে ডিভিশনের উচ্চাধিকারিক অমেরেশ কুমার বলেন, "একেবারে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামাতে হয় ৷ এর ফলে ট্রেনে ভীষণ ঝাঁকুনি হয় ৷ আর তার ফলেই দু'জনের মৃত্যু হয়েছে ৷" ট্রেনটি 130 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাচ্ছিল ৷
এই ঘটনার 4 ঘণ্টা বাদে পূর্ব-মধ্য রেলের ধানবাদ রেলওয়ে ডিভিশনের কর্ড লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয় ৷ ডিজেল-চালিত ইঞ্জিনের সাহায্যে ওই পুরুষোত্তর এক্সপ্রেসটিকে গোমোহ স্টেশনে নিয়ে যাওয়া হয় ৷ তারপর তাকে ইলেকট্রিক ইঞ্জিনের সঙ্গে যুক্ত করে দিল্লি পাঠানো হয় ৷ এই খবর পেয়ে ধানবাদ রেলওয়ে ডিভিশন ম্যানেজার কে কে সিনহা ও তাঁর সঙ্গে উচ্চাধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷