রাঁচি, 11 জুন:পয়গম্বরকে (Prophet Muhammad) নিয়ে বিতর্কিত মন্তব্য়ের জের ৷ অশান্তি ছড়াল ঝাড়খণ্ডের (Jharkhand) রাজধানী রাঁচি (Ranchi) শহরে ৷ শুক্রবারের প্রার্থনার পরই সেখানে সংঘর্ষ শুরু হয় ৷ তাতে প্রাণ যায় দু'জনের ৷ আহত হয়েছেন আরও কয়েকজন ৷ প্রসঙ্গত, সম্প্রতি পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি-র (Bharatiya Janata Party) মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) 6 বছরের জন্য সাসপেন্ড করা হয় ৷ দল থেকে বহিষ্কার করা হয় BJP নেতা নবীন জিন্দলকেও (Naveen Jindal) ৷
স্থানীয় রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস (Rajendra Institute of Medical Sciences) বা RIMS কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "রাঁচিতে সংঘর্ষের জেরে বেশ কয়েকজন আহত হয়েছিলেন ৷ তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ৷ আহতদের মধ্য়ে দু'জনের পরে মৃত্যু হয় ৷" সূত্রের খবর, পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই শহরে অশান্তি ছড়ায় ৷ শুরু হয় ইটবৃষ্টি ৷ একাধিক গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷
আরও পড়ুন:Mamata Banerjee on Prophet Comment Row : নূপুরদের তিহাড় জেলে পাঠানোর দাবি ক্ষুব্ধ মমতার
তবে, অশান্তি ছড়ালেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত বাগে আনা সম্ভব হয়েছে ৷ সংঘর্ষের পরই এলাকায় কার্ফু জারি করা হয় ৷ সাময়িকভাবে (শনিবার সকাল 6টা পর্যন্ত) বন্ধ রাখা হয় শহরের ইন্টারনেট পরিষেবা ৷ রাঁচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (DIG) অনিশ গুপ্তা (Anish Gupta) এই প্রসঙ্গে জানিয়েছেন, "বর্তমানে রাজধানীর (রাঁচির) পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷ এলাকায় চাপা উত্তেজনা থাকলেও নতুন করে যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি ৷ গোটা এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও উপস্থিত রয়েছেন ৷ কোথাও ভিড় জমতে দেওয়া হচ্ছে না ৷"
প্রসঙ্গত, পয়গম্বর বিতর্কের জেরেই রাঁচিতে আক্রান্ত হন বিহারের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতীন নবীন (Nitin Naveen) ৷ রাঁচির ইকরা মসজিদের কাছে তাঁর গাড়ির উপর হামলা চালান হয় ৷ এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্ত থাকার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Chief Minister Hemant Soren) ৷ তিনি বলেন, "আমি ইতিমধ্য়েই বিক্ষোভের খবর পেয়েছি ৷ ঝাড়খণ্ডের মানুষ অত্যন্ত সংবেদনশীল ও সহিষ্ণু ৷ তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ সকলের কাছে আমার আবেদন, সৌভ্রাতৃত্ব বজায় রাখুন ৷ এমন কোনও কাজ করবেন না, যা কোনও অপরাধের জন্ম দেয় ৷"