ইম্ফল, 30 জুন:কমপক্ষে সাত জন মারা গিয়েছেন ভূমিধসে (Manipur Landslide)৷ সেনাবাহিনীর জওয়ান, স্থানীয় সমেত প্রায় 45 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ বুধবার রাতে মণিপুরের ননে জেলায় (Noney) টুপুল ইয়ার্ডে রেললাইন নির্মাণের জায়গায় ধস নামে ৷ তাতেই এই দুর্ঘটনা, বৃহস্পতিবার জানিয়েছেন এক সরকারি আধিকারিক ৷ টুপুল রেলস্টেশনের কাছে ভারতীয় সেনাবাহিনীর এক কোম্পানি 107 জওয়ান মোতায়েন করা ছিল ৷ ধসের ফলে জওয়ানরাও ছিটকে গিয়েছেন অথবা মারা গিয়েছেন (massive landslide in Manipur Tupul yard railway construction Camp) ৷ স্পষ্ট কিছু জানা যাচ্ছে না ৷
এখনও পর্যন্ত সাজ জনের দেহ উদ্ধার করা গিয়েছে এবং প্রায় 45 জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ প্রবল ধসে ইজেই নদীপথ আটকে গিয়েছে ৷ এতে নিচু এলাকাগুলি ভেসে যেতে পারে ৷ ননের ডেপুটি কমিশনার বলেন, "টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণকার্য ক্যাম্পের কাছে দুর্ভাগ্যজনক ধস নামার ঘটনাটি ঘটেছে ৷ তাতে মারা গিয়েছেন এবং অনেকেই জীবন্ত চাপা পড়েছেন ৷ ইজেই নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে ৷ এতে বাধের মতো জলাধার তৈরি হয়ে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে ৷"