নয়া দিল্লি, 3 জুন : নির্ধারিত সময়ের দু-দিন আগেই কেরালার আকাশে মেঘের আনাগোনা ৷ সৌজন্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৷ আজ বৃহস্পতিবারই ওই রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করছে বর্ষা ৷ জানাল মৌসম ভবন ৷
ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এগোতে শুরু করেছে দক্ষিণ কেরালা, দক্ষিণ আরব সাগর, লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ুর দক্ষিণাংশের দিকে ৷ এর ফলে এরপর বর্ষা প্রভাব বিস্তার করবে তামিলনাড়ু, পণ্ডিচেরি, কর্নাটকের উপকূল অঞ্চলের কিছু অংশে ৷ রবিবার এমনটাই জানিয়েছে দিল্লির মৌসম ভবন ৷