জয়পুর, 9 মে : চারিদিকে মৃত্যু মিছিল ৷ অক্সিজেন নেই ৷ হাসপাতালে বেড নেই ৷ হাহাকার ৷ শ্মশানে, কবরস্থানে কান্নার রোল ৷ এরই মধ্যে কিছুটা আশার আলো দেখাল রাজস্থানের বারমের জেলা ৷ রাতারাতি তৈরি হয়ে গেল কোভিড কেয়ার সেন্টার ৷ মাত্র 48 ঘণ্টার মধ্যে মরুভূমির বুকে তৈরি হয়ে গেল দুটি কোভিড কেয়ার সেন্টার ৷
স্থানীয় কংগ্রেস বিধায়ক হরিশ চৌধুরী সহায়তায় অস্থায়ী বাঙ্কার এবং কনটেনারের মধ্যে তৈরি করে ফেলা হয়েছে কোভিড কেয়ার সেন্টারগুলি ৷ এই কাজে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষও ৷ এর আগে তেল ও পেট্রল কম্পানিগুলির জন্য অস্থায়ী বেস তৈরি করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের ৷ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই 48 ঘণ্টার মধ্যে তৈরি করে ফেলেছেন দুটি কোভিড কেয়ার সেন্টার ৷
কোনও সরকারি সাহায্যও নেওয়া হয়নি এই কোভিড কেয়ার সেন্টারগুলি তৈরি করতে ৷ এখানে মোট 125 টি বেড রয়েছে ৷