জয়পুর, 7 ডিসেম্বর: শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডি হত্যাকাণ্ডে সাসপেন্ড করা হল রাজস্থানের দুই পুলিশকে ৷ বুধবার জয়পুর পুলিশ কমিশনার শ্যামনগর থানার এসএইচও এবং বিট কনস্টেবলকে সাসপেন্ড করেছেন। জয়পুরের শ্যামনগরে গুলি করে হত্যা করা হয় করণি সেনার সভাপতি সুখদেব সিংকে।
গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, করণি সেনা প্রধানের স্ত্রী শীলা শেখাওয়াত বলেন, "শ্যামনগর থানার এসএইচও এবং বিট কনস্টেবলকে আমার স্বামীর হত্যার ঘটনায় অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে। পুলিশের তরফে আমাদের আশ্বস্ত করা হয়েছে, 72 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।'' এরই মাঝে গতকালই সুখদেব সিং গোগামেডিকে যারা গুলি করে খুন করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে ৷ তারা হলেন রোহিত রাঠোর ও নীতিন ফৌজদার ৷
আজ, বৃহস্পতিবার সকালে জয়পুরের রাজপুত সভা ভবনে করণি সেনা প্রধানের মৃতদেহ সর্বসাধারণের দেখার জন্য রাখা হবে বলে জানা গিয়েছে। দুপুর দু'টোর দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-হয় তাই জয়পুর এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জয়পুর পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা শহরের নির্দিষ্ট স্পর্শকাতর স্থানে মোতায়েন করা হয়েছে।