পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করণি সেনার সভাপতি খুনে সাসপেন্ড দুই পুলিশ অফিসার - করণি সেনার সভাপতি খুন

Sukhdev Singh Gogamedi Murder Case: শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডিকে গুলি করে হত্যা করা হয়েছে গত পরশু ৷ মঙ্গলবার তাঁর বাসভবনে গুলি করে হত্যা করেছে রোহিত রাঠোর ও নীতিন ফৌজদার ৷ গতকালই তাদের চিহ্নিত করা হয়েছে ৷ এবার করণি সেনা প্রধানের খুনে রাজস্থানের দুই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হল ৷

করণি সেনার সভাপতি খুন
Sukhdev Singh Gogamedi Murder Case

By ANI

Published : Dec 7, 2023, 10:18 AM IST

Updated : Dec 7, 2023, 12:03 PM IST

জয়পুর, 7 ডিসেম্বর: শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেডি হত্যাকাণ্ডে সাসপেন্ড করা হল রাজস্থানের দুই পুলিশকে ৷ বুধবার জয়পুর পুলিশ কমিশনার শ্যামনগর থানার এসএইচও এবং বিট কনস্টেবলকে সাসপেন্ড করেছেন। জয়পুরের শ্যামনগরে গুলি করে হত্যা করা হয় করণি সেনার সভাপতি সুখদেব সিংকে।

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, করণি সেনা প্রধানের স্ত্রী শীলা শেখাওয়াত বলেন, "শ্যামনগর থানার এসএইচও এবং বিট কনস্টেবলকে আমার স্বামীর হত্যার ঘটনায় অবহেলার জন্য সাসপেন্ড করা হয়েছে। পুলিশের তরফে আমাদের আশ্বস্ত করা হয়েছে, 72 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।'' এরই মাঝে গতকালই সুখদেব সিং গোগামেডিকে যারা গুলি করে খুন করেছেন তাদের চিহ্নিত করা হয়েছে ৷ তারা হলেন রোহিত রাঠোর ও নীতিন ফৌজদার ৷

আজ, বৃহস্পতিবার সকালে জয়পুরের রাজপুত সভা ভবনে করণি সেনা প্রধানের মৃতদেহ সর্বসাধারণের দেখার জন্য রাখা হবে বলে জানা গিয়েছে। দুপুর দু'টোর দিকে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-হয় তাই জয়পুর এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জয়পুর পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীরা শহরের নির্দিষ্ট স্পর্শকাতর স্থানে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে জয়পুরে তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে বেলা পৌনে 2টো নাগাদ। রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র জানান, গোগামেডির উপস্থিতিতে তাঁর বাড়িতে চারজন প্রবেশ করেছিল এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গোগামেডির একজন নিরাপত্তা কর্মী এবং অন্য আর একজনও গুলিতে আহত হন। গোগামেডিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরই করণি সেনার কর্মী ও সমর্থকরা পথে নেমে বিক্ষোভ দেখান। জয়পুরে রাস্তা অবরোধ করা হয়। বন্ধ করে দেওয়া হয় বহু দোকান।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে করণি সেনার সঙ্গে জড়িত ছিলেন সুখদেব সিং গোগামেডি। সংগঠনের মধ্যে মতভেদের জেরে তিনি শ্রী রাষ্ট্রীয় করণি সেনা নামে নিজের আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেন। তিনি ছিলেন এই সংগঠনের অধ্যক্ষ। দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত সিনেমার বিরুদ্ধে করণি সেনা খবরের শিরোনামে আসে।

আরও পড়ুন:

  1. করণি সেনার সভাপতি খুনে দুই অভিযুক্ত চিহ্নিত, একজন সেনাকর্মী বলে দাবি রাজস্থান পুলিশের
  2. বাড়িতে ঢুকে হত্যা, জয়পুরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা রাষ্ট্রীয় রাজপুত করণি সেনা প্রধান
  3. পাক অধিকৃত কাশ্মীরে বাস লক্ষ্য করে গুলি বন্দুকবাজের, মৃত কমপক্ষে 8
Last Updated : Dec 7, 2023, 12:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details