পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jalore Twin Murder Case: দাদার মেয়ের বিয়ে আগে কেন ? বউদি ও প্রতিবেশীকে কুপিয়ে খুন !

নিজেদের মেয়েদের আগেই ভাইঝির বিয়ে হয়ে যাচ্ছে ৷ সেই রাগে বউদিকে কুপিয়ে খুন করলেন দুই ব্যক্তি ! প্রাণ গেল এক প্রতিবেশীরও ৷ রাজস্থানের জলোরের ঘটনায় (Jalore Twin Murder Case) চাঞ্চল্য ৷

two brothers killed sister in law and a neighbour as they were unhappy with niece marriage before their own daughters
প্রতীকী ছবি

By

Published : Mar 4, 2023, 8:48 PM IST

জলোর (রাজস্থান), 4 মার্চ: বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্ক আর যন্ত্রণায় ! স্বামীর দুই ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হতে হল এক বধূকে ৷ তাঁর অপরাধ ? তিনি তাঁর মেয়ের বিয়ের বন্দোবস্ত দুই দেওরের মেয়েদের বিয়ের আগেই করে ফেলেছিলেন ! অভিযোগ, শুধুমাত্র এই কারণেই ওই মহিলাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন তাঁর দুই দেওর ! এমনকী, মহিলাকে বাঁচাতে এসে প্রাণ যায় এক প্রতিবেশীরও ৷ রাজস্থানের জলোরের ঘটনায় (Jalore Twin Murder Case) হতবাক পুলিশও ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম ইন্দ্রা কনওয়ার (45) ৷ তাঁর স্বামীর নাম রতন সিং ৷ ইন্দ্রা ও রতনের এক মেয়ে ও এক ছেলে ৷ সম্প্রতি মেয়েটির বিয়ে পাকা হয়ে যায় ৷ সেই উপলক্ষে শুক্রবার রাতে বাড়িতে কিছু রীতি পালন করা হচ্ছিল ৷ হঠাৎই সেই অনুষ্ঠান করতে বাধা দেন রতনের দুই ভাই দুঙ্গর সিং এবং পাহাড় সিং ৷

দুই ভাইয়ের বক্তব্য ছিল, তাঁরা তাঁদের ভাইঝির বিয়ে হতে দেবেন না ৷ কারণ, তাঁদের নিজেদের মেয়েদের বিয়ে এখনও হয়নি ! এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয় ৷ আর সেই ঝগড়ার মধ্যেই ইন্দ্রার উপর কুড়ুল নিয়ে হামলা চালান তাঁর দুই দেওর ৷ কুড়ুলে কোপে প্রাণ যায় ইন্দ্রার ৷ এমন ঘটনায় সকলেই ভ্য়াবাচ্যাকা খেয়ে যান ৷ কেউ আবার পালিয়ে বাঁচেন ৷ এই সময় ইন্দ্রাকে বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী হরি সিং ৷ অভিযোগ, তাঁকেও একইভাবে খুন করেন দুই ভাই ৷ এসব দেখে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যান ইন্দ্রার মেয়ে ৷ তাঁদের বাড়ি থেকে কিছু দূরেই রয়েছে থানা ৷ সোজা সেখানে পৌঁছন তিনি ৷ কিন্তু, পুলিশ আসার আগেই শেষ হয়ে যায় দু'টি প্রাণ ৷ এই ঘটনার পর বিষ খেয়ে আত্মহত্য়ার চেষ্টা করেন এক অভিযুক্ত !

আরও পড়ুন:ট্রেনে কাটা পড়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, খুনের অভিযোগ তুলে বিক্ষোভ

স্থানীয় রামসিন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরবিন্দ রাজপুরোহিত এই প্রসঙ্গে বলেন, ঘটনার সময় রতন সিং বাড়িতে ছিলেন না ৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷ শনিবার দু'টি মৃতদেহেরই ময়নাতদন্তে করা হয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷ এই জোড়া খুনের নেপথ্যে আরও কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ জলোরের পুলিশ সুপার কিরণ সাধু এবং ডিএসপি সীমা তদন্ত প্রক্রিয়ায় নজর রেখেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details