পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Uttarakhand : উত্তরাখণ্ডে এয়ারলিফ্ট করে হাসপাতালে ভর্তি করা হল দুর্ঘটনায় আহত রাজ্যের দুই পর্যটককে - এয়ারলিফ্ট

বুধবার উত্তরাখণ্ডের বাগেশ্বরে পথদুর্ঘটনায় এ রাজ্যের পাঁচজন পর্যটকের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 7 জন ৷ তাঁদের মধ্যে দু‘জন পর্যটকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

uk
uk

By

Published : Oct 28, 2021, 3:33 PM IST

বাগেশ্বর, 28 অক্টোবর : ভিনরাজ্যে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন এ রাজ্যের পাঁচজন পর্যটক ৷ এছাড়া আহত হয়েছেন আরও সাতজন ৷ তাঁদের মধ্যে দু‘জনের শারীরিক অবস্থা ভাল নয় ৷ তাঁদের বাগেশ্বর হাসপাতাল থেকে আজ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে হালদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ ওই দুজনের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে ৷ জানিয়েছেন বাগেশ্বর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুনীতা টমটা ৷

বুধবার পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি বাগেশ্বরের কৌশানী যাচ্ছিল ৷ তখনই কাপকোটের শামা এলাকার জাসরৌলিতে দুর্ঘটনাটি ঘটে ৷ আরও একটি গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ একটি গাড়ি মুন্সিয়ারি থেকে পশ্চিমবঙ্গের পর্যটকদের নিয়ে বাগেশ্বরে ফিরছিল ৷

আরও পড়ুন : Uttarakhand Tourist Death : উত্তরাখণ্ডে খাদে পড়ল গাড়ি, মৃত 5 বাঙালি পর্যটক

গাড়িটি উত্তরাখণ্ডের হালদওয়ানি এলাকার ৷ প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, একটি গাড়ির ব্রেক ফেল করে গিয়েছিল ৷ মুন্সিয়ারি থেকে শামা হয়ে কৌশানী যাওয়ার সময় ট্রাভেলার গাড়ি দু'টির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তবে, গাড়ি দু'টির চালক সামান্য আহত হয়েছেন ৷ স্থানীয় গ্রামবাসীদের মতে, খাদে গাড়ি পড়ে যাওয়ায় 5 জন পর্যটক প্রাণ হারিয়েছেন ৷

আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর জেলা ম্যাজিস্ট্রেটকে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৷ তিনি প্রশাসনকে গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে হাসপাতালে স্থানান্তরিত করার অনুরোধ জানান ৷ এরপর বাগেশ্বর ডিগ্রি কলেডের হেলিপ্যাডে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয় ৷ সেখান থেকেই আহতদের হলদওয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details