পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের বিতর্কে টুইটার, ভারতের মানচিত্রকে বিকৃত করে দেখানোর অভিযোগ - নতুন তথ্য ও প্রযুক্তি নিয়ম

ফের বিতর্কে টুইটার । আবারও ভারতের মানচিত্রকে বিকৃত করে দেখানোর অভিযোগ উঠল টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে । জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে ম্যাপটিতে ।

ভারতের মানচিত্রকে বিকৃত করার অভিযোগ টুইটারের বিরুদ্ধে
ভারতের মানচিত্রকে বিকৃত করার অভিযোগ টুইটারের বিরুদ্ধে

By

Published : Jun 28, 2021, 11:04 PM IST

নয়াদিল্লি, 28 জুন : ভারতের নতুন তথ্য ও প্রযুক্তি নিয়ম নিয়ে টুইটারের সংঘাতের মধ্যেই আবার নতুন বিতর্ক । টুইটারের ওয়েবসাইটে ভারতের মানচিত্র বিকৃত করে দেখানোর অভিযোগ উঠল । জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে মানচিত্রে । টুইটারের ওয়েবসাইটে 'টুইপ লাইফ' শীর্ষক একটি পেজে এই বিকৃত মানচিত্রটি দেখা যায় । আর তারপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে ।

এই নিয়ে দ্বিতীয়বার টুইটারে ভারতের ভুল মানচিত্র ভেসে উঠল । এর আগে লেহকে চিনের সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছিল । সম্প্রতি নতুন তথ্য ও প্রযুক্তি নিয়ম নিয়ে এই মার্কিন সংস্থার সঙ্গে কেন্দ্রের ঠোকাঠুকি লেগেই রয়েছে ।

নতুন তথ্য প্রযুক্তি নিয়ম মানতে চাইছে না টুইটার । মার্কিন মাইক্রো ব্লগিং প্লাটফর্মের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্র । আইনি রক্ষাকবচও হারিয়েছে টুইটার ।

ভারতে টুইটারের অন্তর্বর্তীকালীন অভিযোগগ্রহণকারী আধিকারিকও 27 জুন পদত্যাগ করেছেন ৷ এর ফলে এই মাইক্রোব্লগিং সাইটের অভিযোগ নেওয়ার মতো আর কোনও আধিকারিক নেই ৷ তবে নয়া তথ্য ও প্রযুক্তি নিয়ম অনুযায়ী ভারতীয় গ্রাহকদের অভিযোগ গ্রহণের জন্য বাধ্যতামূলকভাবে এমন আধিকারিক রাখতে হবে টুইটারকে ৷

ABOUT THE AUTHOR

...view details