নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: যদি কাউকে বলা হয়, আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলি শ্রেষ্ঠ পেন্টিং আঁকা হয়েছে, সেগুলির একটি তালিকা তৈরি করুন, তাহলে সেই তালিকা লিওনার্দো দা ভিঞ্চির (Leonardo Da Vinci) অমর সৃষ্টি মোনালিসাকে (Mona Lisa) বাদ দিয়ে কখনই তৈরি করা সম্ভব নয় ৷ ষোড়শ শতাব্দীতে মোনালিসাকে এঁকেছিলেন ইতালির কিংবদন্তী শিল্পী লিওনার্দো ৷ তারপর থেকে এখনও পর্যন্ত এই ছবিকে নিয়ে মানুষের উন্মাদনা অব্যাহত ৷ ওয়াকিবহাল মহলের একাংশ বলে, এই পেন্টিংয়ের নেপথ্যে রয়েছে অনেক রহস্য ৷ এমনকী, মোনালিসার ছবিতে যিনি মডেল হয়েছিলেন, তাঁর পরিচয় নিয়েও নানা কথা শোনা যায় ৷ কেউ বলেন, তিনি শিল্পীর প্রেয়সী ৷ কারও মতে, এই ছবি আসলে কোনও পুরুষের ! আবার কারও দাবি, মোনালিসা আদতে লিওনার্দো নিজেই ! এসবই বহুদিনের তর্ক ও বিতর্কের বিষয় ৷ তবে, আমাদের আলোচনার কারণ অন্য ৷ আসলে ভারতের সোশাল মিডিয়া ছেয়ে গিয়েছে মোনালিসার ছবিতে ৷ তবে, এই ছবিগুলিতে মোনালিসা ধরা দিয়েছেন অন্য রূপে !
মোনালিসা যদি ইউরোপীয় না হয়ে ভারতীয় হতেন, তাহলে তাঁকে কেমন দেখতে লাগত ? কেমন হত তাঁর পোর্ট্রেট ? সেই কল্পনাই ঝড় তুলেছে ভার্চুয়াল দুনিয়ায় ৷ ভারতের বিভিন্ন প্রদেশের পোশাকে সাজিয়ে তোলা হয়েছে মোনালিসাকে ৷ এই ভাবনার নেপথ্য়ে যিনি রয়েছেন, তাঁর নাম পূজা সাঙ্গুয়ান (Pooja Sangwan) নামে এক টুইটারেত্তি ৷ গুজরাতি, পঞ্জাবি, মারাঠি, বিহারি, বাঙালি, রাজস্থানি-সহ নানা বেশে মোনালিসাকে উপস্থাপিত করেছেন তিনি ৷ আপাতত তাঁর এই সৃষ্টিই ট্রেন্ডিং ৷ অনেকেই মোনালিসার এই ভারতীয় অবতারগুলি রিটুইট করেছেন ৷