নয়া দিল্লি, 14 অগস্ট : অবশেষে রাহুল গান্ধির (Rahul Gandhi) অ্যাকাউন্ট আনব্লক করল টুইটার (Twitter) । তাঁর সঙ্গে সঙ্গে আরও যেসব কংগ্রেস নেতাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছিল, তাঁদের অ্যাকাউন্টও খুলে দেওয়া হয়েছে । আজ এমনই জানিয়েছেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া শাখার চেয়ারম্যান রোহন গুপ্তা ।
রাহুল গান্ধি ও টুইটার । এই মুহূর্তে শব্দটা যেন একে অপরের পরিপূরক । কেন্দ্রের বিরুদ্ধে হোক কিংবা অন্য কোনও ইস্যু । বরাবরই দেখা গিয়েছে টুইটারে রাহুল গান্ধির সক্রিয়তা । সেই অ্যাকাউন্টই কিছুদিন আগে ব্লক করে দিয়েছিল টুইটার । যার পর থেকে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধি । গতকাল তিনি টুইটারকে পক্ষপাতদুষ্ট একটি প্ল্যাটফর্ম বলে দাবি করেন । রাহুলের বক্তব্য, টুইটার কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) নির্দেশ মেনে চলে । শুধু রাহুল গান্ধি নয়, কংগ্রেসের একাধিক নেতার টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় । এমনকী, কংগ্রেসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয় ৷ এই নিয়ে বৃহস্পতিবারই বিবৃতি দেওয়া হয় ওই মার্কিন সংস্থার তরফে ৷ নিয়ম ভাঙার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানানো হয় ।