নয়া দিল্লি, 7 অগস্ট : বিপাকে রাহুল ৷ টুইটার কর্তৃপক্ষ (Twitter) তাঁর টুইটার হ্যান্ডেল থেকে তাঁর একটি টুইট সরিয়ে দিল ৷ বুধবার রাহুল গান্ধি (Rahul Gandhi) দিল্লির নঙ্গল রাই (Nangal) এলাকায় মৃত 9 বছরের মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ৷ তারপর ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তোলা ছবি পোস্ট করেন টুইটারে ৷ এতে বিতর্ক তৈরি হয়েছে ৷
তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দাল (Vineet Jindal) ৷ অভিযোগে আইনজীবী জানিয়েছেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি তাঁর সঙ্গে ওই নাবালিকার বাবা ও মায়ের ছবি @Rahul Gandhi টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) শেয়ার করেছেন ৷ এতে অত্যাচারিত নাবালিকার পরিচয় প্রকাশ্যে এসেছে ৷ এতে পকসো (Protection of Children from Sexual Offences, POCSO) আইনের 23 নম্বর ধারা (Section 23), শিশুদের নিরাপত্তাজনিত জুভেনাইল জাস্টিস অ্যাক্টের (Juvenile Justice Act) 74 নম্বর ধারা আর ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) 228এ ধারা (228A) লঙ্ঘিত হয়েছে ৷
আরও পড়ুন : 15 বছরের বেশি বয়সি স্ত্রীর সঙ্গে যৌনতা ধর্ষণ নয়, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের