পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কপিরাইটের জের !  কিছুক্ষণের জন্য উধাও অমিত শাহর প্রোফাইল পিকচার - অমিত শাহ-র টুইটার অ্যাকাউন্ট

ওই ছবির কপিরাইট নিয়ে জনৈক ব্যক্তি অভিযোগ করতেই তা টুইটার কর্তৃপক্ষ সরিয়ে দেয় বলে জানা গেছে । অবশ্য এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতেই ছবিটি ফিরিয়ে দেয় তারা ।

Home Minister Amit Shah's DP
Home Minister Amit Shah's DP

By

Published : Nov 13, 2020, 10:13 AM IST

Updated : Nov 13, 2020, 11:12 AM IST

দিল্লি, 13 নভেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টুইটার অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হল তাঁর প্রোফাইল পিকচার । পরে অবশ্য তা ঠিক হয়ে যায় ।

ওই ছবির কপিরাইট নিয়ে জনৈক ব্যক্তি অভিযোগ করতেই তা টুইটার কর্তৃপক্ষ সরিয়ে দেয় বলে জানা গেছে । অবশ্য এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতেই ছবিটি ফিরিয়ে দেয় তারা । প্রশ্ন উঠেছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির কপিরাইটের দাবি কে করতে পারেন ?

কিছুক্ষণের জন্য প্রোফাইল পিকচারটি সরিয়ে নেওয়া হয়

গতরাতে অমিত শাহ-র টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারের জায়গায় "মিডিয়া নট ডিসপ্লেড" লেখা দেখাচ্ছিল । এরপরই ওই ছবির কপিরাইট নিয়ে অভিযোগের কথা জানায় টুইটার কর্তৃপক্ষ ।

টুইটারে যথেষ্ট জনপ্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । প্রধানমন্ত্রীর পর টুইটারে তাঁরই সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে । টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা 23.6 মিলিয়ন ।

Last Updated : Nov 13, 2020, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details