পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়োজন ফুরিয়েছে, তাই টুইটারকে ছুড়ে ফেলতে চাইছে বিজেপি : সামনা - মোদি সরকার

প্রয়োজন ফুরিয়েছে ৷ আর তাই টুইটারকে ছুড়ে ফেলতে চাইছে বিজেপি ৷ সোমবার শিবসেনার মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত একটি প্রবন্ধে এমনটাই দাবি করা হল ৷

Twitter lost BJP's interest; became burden for govt: Saamana
প্রয়োজন ফুরিয়েছে, তাই টুইটারকে ছুড়ে ফেলতে চাইছে বিজেপি : সামনা

By

Published : Jun 7, 2021, 8:43 PM IST

মুম্বই, 7 জুন :কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি আইন নিয়ে সোশ্য়াল মিডিয়ার সঙ্গে কার্যত লড়াইয়ে নেমেছে কেন্দ্রীয় সরকার ৷ আর তারই মাঝে এ নিয়ে মুখ খুলল শিবসেনা ৷ তাদের মুখপত্র ‘সামনা’য় এ নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয় সোমবার ৷ তাতে দাবি করা হয়, আসলে বিজেপির রাজনীতিতে টুইটারের আর কোনও গুরুত্ব নেই ৷ সেই কারণেই এই মাইক্রোব্লগিং সাইটটিকে ছুড়ে ফেলতে চাইছে কেন্দ্রের শাসকদল ৷

সামনায় লেখা ওই প্রবন্ধে দাবি করা হয়েছে, আগে বিজেপি এবং মোদি সরকারের যে কোনও প্রচার এবং লড়াইয়ের আত্মা ছিল টুইটার ৷ কিন্তু এখন টুইটার ওদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে ৷ আর সেই কারণেই টুইটারকে ছুড়ে ফেলে দিতে চাইছে মোদি সরকার ৷ আজকের দিনে দেশের সমস্ত সংবাদমাধ্যম মোদি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ৷ ব্যতিক্রম শুধু টুইটারের মতো মাধ্যমগুলি ৷

আরও পড়ুন :টিকা নীতির সমালোচনা, ব্লু টিক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

সামনায় শিবসেনার দাবি, এতদিন সোশ্য়াল মিডিয়াকে ব্য়বহার করে বিরোধীদের কালিমালিপ্ত করেছে বিজেপি ৷ কিন্তু এখন তাদের অপকীর্তির সমালোচনার জন্যও মানুষ টুইটারকেই বেছে নিয়েছে ৷ আর সেই কারণেই টুইটারকে ঘাড় থেকে নামানোর চেষ্টা করছে বিজেপি ৷ এমনকী, টুইটারকে ব্য়বহার করেই মনমোহন সিং, উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মতো নেতাদের অপদস্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে শিবসেনার মুখপত্রে প্রকাশিত ওই প্রবন্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details