মুম্বই, 7 জুন :কেন্দ্রের নয়া তথ্যপ্রযুক্তি আইন নিয়ে সোশ্য়াল মিডিয়ার সঙ্গে কার্যত লড়াইয়ে নেমেছে কেন্দ্রীয় সরকার ৷ আর তারই মাঝে এ নিয়ে মুখ খুলল শিবসেনা ৷ তাদের মুখপত্র ‘সামনা’য় এ নিয়ে একটি প্রবন্ধ প্রকাশিত হয় সোমবার ৷ তাতে দাবি করা হয়, আসলে বিজেপির রাজনীতিতে টুইটারের আর কোনও গুরুত্ব নেই ৷ সেই কারণেই এই মাইক্রোব্লগিং সাইটটিকে ছুড়ে ফেলতে চাইছে কেন্দ্রের শাসকদল ৷
সামনায় লেখা ওই প্রবন্ধে দাবি করা হয়েছে, আগে বিজেপি এবং মোদি সরকারের যে কোনও প্রচার এবং লড়াইয়ের আত্মা ছিল টুইটার ৷ কিন্তু এখন টুইটার ওদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে ৷ আর সেই কারণেই টুইটারকে ছুড়ে ফেলে দিতে চাইছে মোদি সরকার ৷ আজকের দিনে দেশের সমস্ত সংবাদমাধ্যম মোদি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ৷ ব্যতিক্রম শুধু টুইটারের মতো মাধ্যমগুলি ৷