নয়াদিল্লি, 12 অগস্ট :নিয়মভঙ্গের অভিযোগ তুলে এবার জাতীয় কংগ্রেসের (Indian National Congress) অফিশিয়াল টুইটার হ্য়ান্ডেলও (Twitter) ব্লক করে দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ এর আগে একই কারণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি-সহ (Rahul Gandhi) তাঁর দলের একাধিক নেতার টুইটার অ্য়াকাউন্ট ব্লক করা হয়েছিল ৷ টুইটারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দলের সোশ্যাল মিডিয়া প্রধান রোহন গুপ্তা (Rohan Gupta) বলেন, ‘‘যতই চেষ্টা করা হোক না কেন, কংগ্রেস মানুষের কথা বলবেই ৷ তাকে আটকানো যাবে না ৷’’ রোহনের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের চাপের মুখেই এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷ গোটা দেশে দলের পাঁচ হাজারেরও বেশি সদস্যের অ্য়াকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :Rahul's Twitter account : বাতিল নাকি লকড ? রাহুলের টুইটার অ্যাকাউন্ট ঘিরে ধোঁয়াশা
রোহনের বক্তব্য, নিয়মভঙ্গের অভিযোগে কংগ্রেসের টুইটার অ্য়াকাউন্ট ব্লক করা হয়েছে ৷ অথচ, নিয়মভঙ্গের আরও অনেক প্রমাণ রয়েছে ৷ কংগ্রেস নেতার প্রশ্ন, দিল্লি ধর্ষণের ঘটনায় আক্রান্ত নাবালিকা তফশিলি জাতিভুক্ত হওয়া সত্ত্বেও তার ছবি কীভাবে টুইটারে পোস্ট করা হল ? কেন সেই ছবি 2 অগস্ট থেকে 5 অগস্ট পর্যন্ত টুইটারের দেওয়ালে রেখে দেওয়া হল ?
প্রসঙ্গত, দিল্লির একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত ৷ গত 2 অগস্ট দিল্লিতে এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৷ অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ রোহন জানান, সেই ঘটনার পর গত 4 অগস্ট মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান রাহুল গান্ধি ৷ ঘটনা নিয়ে সুর চড়াতে শুরু করেন কংগ্রেস সাংসদ ৷ সঙ্গে সঙ্গে টুইটার কর্তৃপক্ষ রাহুলের অ্য়াকাউন্ট ব্লক করে দেয় এবং ঘটনা প্রসঙ্গে করা তাঁর টুইটগুলিও মুছে দেওয়া হয় ৷ এটা টুইটারের দু’মুখো অবস্থান ৷ চাপের মুখেই এমন পদক্ষেপ করছে তারা ৷ এটা যে নিয়মভঙ্গের ঘটনা নয়, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ নিয়মভঙ্গের বিষয়টি গ্রাহ্য করা হলে আগেই কেন তফশিলি জাতি কমিশনের টুইটটি মুছে দেওয়া হল না ? কেন সেটি 5 অগস্ট পর্যন্ত রেখে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন রোহন ৷
তরুণ কংগ্রেস নেতার সাফ কথা, এভাবে তাঁদের আটকানো যাবে না ৷ রোহনের বক্তব্য, ‘‘মানুষের হয়ে আওয়াজ তোলা থেকে কেউ আমাদের আটকাতে পারবে না ৷ সারা দেশের আমাদের পাঁচ হাজারেরও বেশি নেতা, কর্মীর টুইটার অ্য়াকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ৷ তবে টুইটার চাপের কাছে নতি স্বীকার করতেই পারে ৷ কিন্তু, আমাদের উপর চাপ দিয়ে মানুষের হয়ে কথা বলার পথ বন্ধ করা যাবে না ৷’’
আরও পড়ুন :Twitter on Rahul Gandhi : রাহুলের টুইটে বিতর্ক, পোস্ট সরাল টুইটার
প্রসঙ্গত, এর আগে কংগ্রেস নেতা বিনীত পুনিয়া (Vineet Punia) জানিয়েছিলেন, দলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা, সাংসদ মণিকম ঠাকুর, মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব, অসমে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়ারের টুইটার অ্য়াকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, দিল্লির ঘটনায় মৃতার পরিবারের সদস্যদের পরিচয় প্রকাশ্যে আনার অভিযোগে গত 6 অগস্ট রাহুল গান্ধির টুইটার অ্য়াকাউন্টও ব্লক করে দেওয়া হয় ৷