নয়াদিল্লি, 12 ডিসেম্বর : প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে সাইবার হানা (Twitter account of PM Modi hacked) ৷ রাত 2টো নাগাদ কয়েক মিনিটের জন্য হ্যাক হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল (Twitter account of PM Modi hacked) ৷ অ্যাকাউন্ট থেকে ‘ভারতে বৈধ হয়েছে বিটকয়েন’ জাতীয় একটি পোস্ট হওয়ার পরেই ব্যবস্থা নিল টুইটার কর্তৃপক্ষ ৷ তাদের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘আমরা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ রাখছি ৷ বিষয়টি জানার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি ৷ আমাদের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ৷’’
PMO ইন্ডিয়ার তরফ থেকেও টুইট করে জানানো হয়, "প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলটি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক হয়েছিল । বিষয়টি টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল এবং সঙ্গে সঙ্গেই তাদের তরফ থেকে অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয় । ওই সময়ের মধ্যে শেয়ার করা যে কোনও টুইটকে অবশ্যই উপেক্ষা করুন ৷"
অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার আগে, প্রধানমন্ত্রী মোদির টাইমলাইনে একটি URL এর সঙ্গে একটি টুইট শেয়ার করা হয় ৷ তাতে লেখা ছিল, "ভারত আনুষ্ঠানিকভাবে বিটকয়েনকে আইনি দরপত্র হিসাবে গ্রহণ করেছে । সরকার আনুষ্ঠানিকভাবে 500 বিটিসি (500 BTC) কিনেছে এবং সেগুলি দেশের সমস্ত বাসিন্দাদের মধ্যে বিতরণ করছে ।"