পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সরকারি নিয়ম অমান্য; ভারতে টুইটার-ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান

ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড মিডিয়া এথিক্স নিয়মের অধীনে 25 ফেব্রুয়ারি গ্যাজেটি এফ ইন্ডিয়ায় নোটিস দিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির জন্য নতুন গাইডলাইন জারি করে ৷ সূত্রের খবর প্রথম সারির সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুকের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলি এখনও সেই সব নিয়ম মানেনি ৷ কিন্তু সরকারি নিয়মাবলী 26 মে থেকে কার্যকর করা হবে ৷

ভারতে টুইটার, ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান
ভারতে টুইটার, ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান

By

Published : May 25, 2021, 12:01 PM IST

নয়াদিল্লি, 25 মে : সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য নতুন নিয়ম চালু করেছিল ভারত সরকার ৷ তিন মাস আগে চালু করা সেই নিয়মকানুন লাগু করার শেষ দিন আজ ৷ কিন্তু এখনও অনেক বড় বড় সেশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেই নিয়ম লাগু করেনি ৷ তাই ভারতে টুইটারের মতো বড় প্ল্যাটফর্মের কর্মপদ্ধতি নিয়ে সমস্যা দেখা দিতে পারে ৷

ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড মিডিয়া এথিক্স নিয়মের অধীনে 25 ফেব্রুয়ারি গ্যাজেটি এফ ইন্ডিয়ায় নোটিস দিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির জন্য নতুন গাইডলাইন জারি করে ৷ সূত্রের খবর প্রথম সারির সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুকের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলি এখনও সেই সব নিয়ম মানেনি ৷ কিন্তু সরকারি নিয়মাবলী 26 মে থেকে কার্যকর করা হবে ৷

সরকারের উচ্চপদস্থ এক আধিকারিক বলেন, ‘‘ যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি নতুন নিয়মাবলী না মানে, তাহলে তারা তাদের স্ট্যাটাস খোয়াতে পারে ৷ এছাড়া ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে ৷’’

আরও পড়ুন : সুপ্রিম কোর্টে গৃহীত নারদ মামলা, আজ শুনানি

একমাত্র ভারতীয় সোশ্যাল মিডিয়া কোম্পানি, ‘কো’ ছাড়া অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত রেসিডেন্ট গ্রেভিয়েন্স অফিসার, প্রধান কমপ্লায়েন্স অফিসার এবং নোডাল কন্ডাক্ট অফিসার নিয়োগ করেনি ৷ তাই আগামীকাল থেকে তাদের কাজকর্ম নিয়ে সন্দেহ তৈরি হল ৷

ABOUT THE AUTHOR

...view details