পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নতুন ফিচার যোগ হতে চলেছে টুইটারে - Technical

নতুন ফিচার আসতে চলেছে টুইটারে ৷ ফেসবুকের মতো টুইটারেও যোগ হতে চলেছে ইমোজি ৷ যদিও পুরো বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে ৷

Twitter
টুইটার

By

Published : Mar 26, 2021, 12:56 PM IST

নতুন ফিচার নিয়ে হাজির হতে চলেছে টুইটার ৷ ফেসবুকের মতো টুইটারেও ইমোজি রিয়্য়াকশন দিতে পারবেন ব্য়বহারকারীরা ৷ ইতিমধ্য়ে সংস্থার তরফে ইউজারদের নিয়ে একটি সমীক্ষা চালাচ্ছে ৷ জানতে চাওয়া হচ্ছে ইমোজি ব্য়বহার করে কেমন ফিল করেন তাঁরা ৷

টুইটারের তরফে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, " আমরা একটি নতুন ধরনের ফিচার নিয়ে আসছি যার মাধ্য়মে কোনও ইউজার নতুন ভাবে তাঁদের মনের ভাব প্রকাশ করতে পারবেন ৷"

এর সঙ্গে থামস আপ ও থামস ডাউন ফিচার আনার পরিকল্পনা করছে টুইটার ৷ একই সঙ্গে হার্ট, ক্রাইং ফেস, লাফিং ফেস, টিয়ার্স প্রভৃতি ইমোজি যোগ হতে চলেছে টুইটারে ৷

আরও পড়ুন- ফেসবুকে আসছে নতুন ফিচার, সুবিধা হবে আপনারও

কী জানতে চাওয়া হচ্ছে সার্ভেতে ?

টুইটারের তরফে করা সার্ভেতে জানতে চাওয়া হচ্ছে ডাউনভোট অথবা ডিসলাইকের অ্য়াডভান্টেজ কীভাবে নিচ্ছেন ইউজাররা ৷ যদিও পুরো বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে ৷

টুইটারের ডিজাইন টিমের প্রধান দান্তলে ডেভিস কয়েকদিন আগে একটি সেমিনারে জানিয়েছিলেন ইমোজি বা ওই ধরনের কিছু একটা চালু করার পরিকল্পনা করা হচ্ছে ৷ এরপর ইমোজি নিয়ে টুইটারের সমীক্ষা চালু হওয়ায় বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে সোশাল মিডিয়া বিশেষজ্ঞদের কাছে ৷

ABOUT THE AUTHOR

...view details