নতুন ফিচার নিয়ে হাজির হতে চলেছে টুইটার ৷ ফেসবুকের মতো টুইটারেও ইমোজি রিয়্য়াকশন দিতে পারবেন ব্য়বহারকারীরা ৷ ইতিমধ্য়ে সংস্থার তরফে ইউজারদের নিয়ে একটি সমীক্ষা চালাচ্ছে ৷ জানতে চাওয়া হচ্ছে ইমোজি ব্য়বহার করে কেমন ফিল করেন তাঁরা ৷
টুইটারের তরফে একটি প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, " আমরা একটি নতুন ধরনের ফিচার নিয়ে আসছি যার মাধ্য়মে কোনও ইউজার নতুন ভাবে তাঁদের মনের ভাব প্রকাশ করতে পারবেন ৷"
এর সঙ্গে থামস আপ ও থামস ডাউন ফিচার আনার পরিকল্পনা করছে টুইটার ৷ একই সঙ্গে হার্ট, ক্রাইং ফেস, লাফিং ফেস, টিয়ার্স প্রভৃতি ইমোজি যোগ হতে চলেছে টুইটারে ৷