নয়া দিল্লি, 8 অগস্ট : রাহুল গান্ধির টুইটার "সাময়িক বাতিল" (temporarily suspended) করা হয়েছে, নাকি "সাময়িক লক" (temporarily locked) করেছে টুইটার কর্তৃপক্ষ (Twitter) ? এ নিয়ে শনিবার দিনভর কংগ্রেস বনাম টুইটারের তরজা চলে ৷ শেষমেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির (Rahul Gandhi) টুইটার অ্যাকাউন্ট "সাময়িক লক" (temporarily locked) করেছে টুইটার ৷
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধির টুইটার অ্যাকাউন্ট থেকে কিছু টুইট সরিয়ে দেওয়া হয়েছিল ৷ এমনকি কংগ্রেস নেতা তাঁর টুইটার অ্যাকাউন্ট ঠিকমতো ব্যবহার করতে পারছিলেন না ৷ তাঁর অনুগামীদের সরাসরি মেসেজ পাঠানো (send direct messages), টুইট করা (tweet), রিটুইট (retweet), ফলোজ (follows), ফ্লিটস (fleets) বা লাইকস (likes), করতে দিচ্ছিল না টুইটার ৷ মাইক্লোব্লগিং সংস্থাটি (Microblogging Site) অবশ্য জানিয়েছিল যে, একবার টুইটারের কোনও নিয়ম লঙ্ঘিত হলেও, তার 12 ঘণ্টার মধ্যে ফের টুইটার অ্যাকাউন্ট চালু হয়ে যায় ৷