পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রিভান্স অফিসার নিয়োগের জন্য দিল্লি হাইকোর্টের কাছে 8 সপ্তাহ সময় চাইল টুইটার - TWITTER INDIA

দিল্লি হাইকোর্টের কাছে গ্রিভান্স অফিসার নিয়োগের জন্য 8 সপ্তাহ সময় চাইল টুইটার কর্তৃপক্ষ ৷ যা মানতে না চাওয়ায় 11 জুলাইয়ের মধ্যে একজন অন্তর্বর্তী গ্রিভান্স অফিসার নিয়োগ করা হবে বলে আদালতে জানিয়েছে মার্কিন মাইক্রোব্লগিং সংস্থা ৷

twitter-apple-to-delhi-high-court-for-eight-weeks-time-to-appoint-a-grievances-officer
গ্রিভেন্স অফিসার নিয়োগের জন্য দিল্লি হাইকোর্টের কাছে 8 সপ্তাহ সময় চাইল টুইটার

By

Published : Jul 8, 2021, 6:05 PM IST

Updated : Jul 8, 2021, 6:14 PM IST

নয়াদিল্লি, 8 জুলাই : ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইন না মানলে টুইটারকে কোনওরকম আইনি সুরক্ষা দেওয়া হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট ৷ যে আইনে বলা হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে একজন কমপ্লায়েন্স অফিসার বা অভিযোগ গ্রহণকারী অফিসার নিয়োগ করতে হবে ৷ আর তাঁকে অবশ্যই ভারতের হতে হবে ৷ অন্যদিকে, দিল্লি হাইকোর্টে আজ টুইটারের তরফে 8 সপ্তাহ সময় চাওয়া হয়েছে গ্রিভেন্স অফিসার নিয়োগের জন্য ৷ তবে, আদালতের তরফে এত সময় দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

আজ শুনানির শুরুতে টুইটার কর্তৃপক্ষ দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিল যে, ভারতে গ্রিভান্স অফিসার নিয়োগের জন্য টুইটার ইন্ডিয়াকে 8 সপ্তাহ সময় দেওয়া হোক ৷ পাশাপাশি টুইটার কর্তৃপক্ষ আদালতে জানিয়েছে, তারা দু’দিন আগেই একজন অন্তর্বর্তী চিফ কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করেছে ৷ যিনি ভারতীয় নাগরিক ৷

তবে, এখনই যেহেতু স্থায়ী গ্রিভান্স অফিসার নিয়োগ করা সম্ভব নয় ৷ তাই মাইক্রোব্লগিং সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী 11 জুলাইয়ের মধ্যে টুইটার ইন্ডিয়া একজন অন্তর্বর্তী গ্রিভান্স অফিসার নিয়োগ করা হবে ৷ সেই সঙ্গে অন্তর্বর্তী নোডাল অফিসারও নিয়োগ করা হবে আগামী দু’সপ্তাহের মধ্যে ৷ পাশাপাশি অভিযোগ সংক্রান্ত সব তথ্য 11 জুলাইয়ের মধ্যে প্রথম ধাপে জনসমক্ষে আনা হবে ৷ এই সকল নিয়োগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, টুইটারে নিযুক্ত সকল অন্তর্বর্তী আধিকারিকদের হলফনামা জমা দিতে হবে ৷ যেখানে উল্লেখ করতে হবে যে, তাঁদের যে সব কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য ওই আধিকারিকরা দায়িত্বশীল ৷

তবে, টুইটার কর্তৃপক্ষের তরফে চাওয়া 8 সপ্তাহের লম্বা সময় মেনে নেয়নি দিল্লি হাইকোর্ট ৷ তার পরেই টুইটারের তরফে অন্তর্বর্তী গ্রিভান্স অফিসার নিয়োগের জন্য দু’দিনের সময় চাওয়া হয় ৷ বিচারপতি রেখা পাল্লি স্পষ্ট জানিয়েছেন, ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে, একজন ভারতীয়কে সংস্থার গ্রিভান্স অফিসার পদে নিয়োগ করতে হবে ৷

সেই সঙ্গে টুইটার ইন্ডিয়ার গ্রিভান্স অফিসার নিয়োগ নিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি সতর্ক করে দিয়ে বলেন, ‘‘আর কতদিন আপনাদের এই প্রক্রিয়া চলবে ? যদি টুইটার মনে করে থাকে যে, তারা যতদিন খুশি সময় নেবে, তাহলে আমি তা মেনে নেব না’’ ৷ প্রসঙ্গত, গত মাসে ধর্মেন্দ্র চতুর ভারতে টুইটার দ্বারা নিযুক্ত অন্তর্বর্তী গ্রিভান্স অফিসার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ৷ তার পিছনে কারণ ছিল, আমেরিকান এই সংস্থার সঙ্গে ভারত সরকারের দ্বন্দ্ব এবং ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইন না মানা ৷

আরও পড়ুন : ভারতে টুইটারের অন্তর্বর্তী অভিযোগগ্রহণকারী আধিকারিকের ইস্তফা

পরবর্তী সময়ে টুইটার কর্তৃপক্ষ মার্কিন নাগরিক জেরেমি কেসেল-কে ভারতের গ্রিভান্স অফিসার নিয়োগ করে ৷ যিনি টুইটারের গ্লোবাল লিগাল পলিসি ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছেন ৷ কিন্তু, ভারতের নয়া তথ্য় প্রযুক্তি আইনে এই নিয়োগ বেআইনি ৷ যা নিয়ে ভারত সরকারের সঙ্গে সংঘাতে নামে টুইটার ৷ তারা নয়া তথ্য প্রযুক্তি আইনের কোনও নিয়মই মানতে নারাজ ৷ আর সেই নিয়েই এদিন দিল্লি হাইকোর্ট টুইটার কর্তৃপক্ষকে কার্যত হুঁশিয়ারি দিল ৷

Last Updated : Jul 8, 2021, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details