পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ন্যাপচ্যাটে সরাসরি টুইট শেয়ার করার ছাড়পত্র - ইনস্টাগ্রাম

এতদিন টুইটের ছবি অর্থাৎ স্ক্রিনশট তুলে তারপর তা স্ন্যাপচ্যাটে শেয়ার করতে পারতেন টুইটার ব্যবহারকারীরা । এবার টুইটার ব্যবহারকারীরা সরাসরি তা শেয়ার করতে পারবেন । টুইটার এও বলেছে যে আইওএস ইউজ়ারদের ছোটো গ্রুপ শীঘ্রই ইনস্টাগ্রাম স্টোরিজ়ে টুইটও পরীক্ষামূলকভাবে শেয়ার করতে পারবেন ।

Twitter and Snapchat
স্ন্যাপচ্যাটে সরাসরি টুইট শেয়ার করা যাবে

By

Published : Dec 13, 2020, 7:44 AM IST

দিল্লি , 13 ডিসেম্বর : স্ন্যাপচ্যাটে এবার সরাসরি টুইট শেয়ার করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা । এতদিন গ্রাহকদের প্রথমে টুইটের স্ক্রিনশট নিতে হত এবং তারপর ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে সেটিকে শেয়ার করতে হত । দ্য ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে আইওএস ব্যবহারকারীদের যা করতে হয় , তা হল প্রথমে কোনও ‘পাবলিক’ টুইটে (প্রাইভেট টুইটের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়) শেয়ার বাটনটি প্রেস করতে হয় । তারপর স্ন্যাপচ্যাট আইকনটিকে শেয়ার তালিকা থেকে ‘সিলেক্ট’ করতে হয় । ব্যবহারকারীরা তারপর সেই টুইটের স্ন্যাপ তথা ছবি ‘ক্রিয়েট’ করে নিয়ে সকলের সঙ্গে শেয়ার করতে পারেন অথবা তা স্ন্যাপচ্যাটে নিজেদের ‘স্টোরি’-তে ‘অ্যাড’ করতে পারেন ।

বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, “টুইটার এও বলেছে যে আইওএস ইউজ়ারদের ছোটো গ্রুপ শীঘ্রই ইনস্টাগ্রাম স্টোরিজ়ে টুইটও পরীক্ষামূলকভাবে শেয়ার করতে পারবেন ।” রিপোর্ট অনুযায়ী, পরবর্তীকালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা-ও এর সুবিধা ভোগ করতে পারবেন । চলতি মাসের গোড়ায় টুইটার তাদের পরীক্ষামূলক ‘থ্রেডেড রিপ্লাইজ়’ পরিষেবা বন্ধ করে দিয়েছিল । কারণ এতে আদানপ্রদান করা বার্তা পড়তে সমস্যা হয়ে যাচ্ছিল । একইসঙ্গে টুইটার তাদের বিটা অ্যাপটিকেও বন্ধ করে দিয়েছিল , যারও নাম টুইটার । ‘থ্রেডেড রিপ্লাইজ়’-এর মতো পরীক্ষামূলক পরিষেবার জন্যই এটি তৈরি করা হয়েছিল ।

আরও পড়ুন , "সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেইন"; বিভ্রাট টুইটারে


এই পরীক্ষামূলক ‘থ্রেডেড রিপ্লাইজ়’ পরিষেবা চালুর উদ্দেশ্য ছিল ‘রিপ্লাই’ করা বার্তা সহজে পড়তে পারা এবং তা ‘ফলো’ তথা অনুসরণ করতে পারা । কিন্তু ব্যবহারকারীরা এই নিয়ে নেগেটিভ ফিডব্যাক দিয়েছিলেন । এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি বর্তমানে তাদের অ্যাপের জন্য আরও নতুন কিছু উদ্ভাবনে উদ্যোগী । এরা নতুন নতুন পণ্য পরিষেবা তৈরি ও পরীক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত ।

ABOUT THE AUTHOR

...view details