নরওয়াল (জম্মু ও কাশ্মীর), 21 জানুয়ারি: জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে (Twin blasts in Jammu) ৷ সেখানকার নরওয়ালে শনিবার সকালে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং ৷ বিস্ফোরণে আহত হয়েছেন 6 জন (Six People Injured) ৷
এই নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি ৷ কীভাবে বিস্ফোরণ, কী কারণে বিস্ফোরণ ঘটল, তা জানা যায়নি ৷ পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে ৷ এই বিস্ফোরণে কারও মৃত্যু হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ মুকেশ জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে ৷ তল্লাশি চালানো হচ্ছে ৷ অন্যদিকে সিআইএসএফের কমান্ডান্ট কমল সিসোদিয়া জানান, কোনও তথ্য এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব নয় ৷ আগে তদন্ত হোক ৷ তার পর বিস্তারিত জানানো হবে এই বিষয়ে ৷
যেহেতু ঘটনাটি জম্মু ও কাশ্মীরে ঘটেছে, তাই এর সঙ্গে জঙ্গিযোগ উড়িয়ে দিচ্ছে না পুলিশ ও প্রশাসন ৷ কারণ, এই ধরনের ঘটনা ভূস্বর্গে আগেও একাধিকবার ঘটেছে ৷ সম্প্রতি রাজৌরিতে জঙ্গিহানায় কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় ৷ তাই জঙ্গিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর ৷ জম্মুর মেয়র বলদেব সিং বিল্লাওয়ারিয়া জানিয়েছেন, তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছে ৷ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়েও কোনও মন্তব্য করা যাবে না ৷