নিউ দিল্লি , 20 জুন : প্রথমে মিষ্টি-মিষ্টি কথা ৷ তারপর বন্ধুত্বের আর্জি ৷ সেই আর্জি মানলেই আরও গাঢ় বন্ধুত্বের আর্জি ৷ সেই ডাকে কেউ সাড়া দিত, আবার কেউ দিত না ৷ এরপরই ফেসবুকে হাজারো একটা ভুয়ো অ্যাকাউন্ট থেকে শুরু হত অশ্লীল ভিডিয়ো, ছবি পাঠানো ৷ দিনের পর দিন এরকমই বিরক্তিকর মেসেজ পেয়ে দিল্লির সাগরপুর থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী ৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রীতিমতো হাঁ দক্ষিণ-পশ্চিমের দিল্লি পুলিশ ৷
যে অ্যাকাউন্ট থেকে তরণীকে বিরক্ত করা হত, সেই অ্যাকাউন্টের সূত্র ধরে দিল্লির সাইবার ক্রাইম শাখা হদিস পায় অভিযুক্তর ৷ জানতে পারে দিল্লির দ্বারকার বাসিন্দা বিকাশ কুমার ৷ বয়স মাত্র 22 ৷ পেশায় জিমের প্রশিক্ষক ৷
পুলিশ সূত্রে খবর ,এখনও পর্যন্ত 100 জন মহিলাকে এরকমভাবে উত্যক্ত করেছে ওই যুবক ৷ ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট থেকে মহিলাদের অশ্লীল ভিডিয়ো বা ছবি পাঠানোটা তার কাছে যেন নেশা ৷ এখনও পর্যন্ত তিনটি এরকম ভুয়ো অ্যাকাউন্টের হদিস পেয়েছে দিল্লির সাইবার ক্রাইম শাখা ৷ তবে এরকম আরও অ্যাকাউন্ট আছে বলে দাবি পুলিশের ৷ ইতিমধ্যেই তার মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশি জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেছে যে, অভিযোগকারীকে সে ব্যক্তিগতভাবে চেনে ৷
আরও পড়ুন :Krishna Ella: কোভিড সংকটে মানুষের পাশে ভারত বায়োটেকের চেয়ারম্যান, দান কোভ্যাকসিনের ডোজ
অন্যদিকে পুলিশ জানিয়েছে, বিকাশের যে ফেসবুক অ্যাকাউন্টটির সন্ধান মিলেছে , সেখানে 2000-এরও বেশি বন্ধুর সংখ্যা ৷ এমনকি মহিলার নামে অ্যাকাউন্ট খুলেও এরকরম কীর্তিকলাপ চালাতো সে ৷ আপাতত তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ৷