পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী ঘিরে বিবাদে জড়ালেন অভিজিৎ ও শর্মিষ্ঠা

প্রণব মুখোপাধ্যায়ের ছেলে চাইছেন, প্রণববাবুর আত্মজীবনী প্রকাশ আপাতত বন্ধ থাকুক । মেয়ে চাইছেন, বই প্রকাশের কাজ যেমন চলছে চলুক ।

প্রণব মুখোপাধ্যায়
প্রণব মুখোপাধ্যায়

By

Published : Dec 15, 2020, 7:51 PM IST

দিল্লি, 15 ডিসেম্বর : প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী নিয়ে বিবাদে জড়ালেন তাঁর পুত্র ও কন্যা । আত্মজীবনী প্রকাশ আপাতত বন্ধ রাখতে চাইছেন অভিজিৎ মুখোপাধ্যায় । মেয়ে শর্মিষ্ঠা আবার চাইছেন, প্রকাশনার কাজ চলতে থাকুক । আর এই নিয়েই টুইটারে রীতিমতো যুদ্ধ লেগে গেছে ভাই-বোনের মধ্যে ।

প্রথম টুইটটি আসে অভিজিৎবাবুর দিক থেকে । প্রকাশকদের তিনি অনুরোধ করেন, তাঁর লিখিত অনুমতি না পাওয়া পর্যন্ত বইপ্রকাশের কাজ বন্ধ রাখতে । এরপরই টুইট করেন শর্মিষ্ঠা । "সস্তা প্রচার" পাওয়ার জন্য বাবার বই প্রকাশের ক্ষেত্রে "অহেতুক বাধা" তৈরি করছেন বলে অভিজিৎবাবুর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ।

কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের একাংশে প্রণববাবুর আত্মজীবনীকে ঘিরে জল্পনার শুরু হয়েছিল । ছড়িয়েছিল, ইউপিএ-র হারের জন্য প্রণববাবু তাঁর বইতে সোনিয়া গান্ধি ও মনমোহন সিংকে দায়ি করেছেন । এই ঘটনার পর কয়েকদিন যেতে না যেতেই অভিজিৎবাবু বইপ্রকাশের কাজ আপাতত বন্ধ রাখার জন্য আবেদন জানালেন ।

আরও পড়ুন : 2014-র ভরাডুবির জন্য দায়ী সোনিয়া ও মনমোহন, স্মৃতিকথায় প্রণব

টুইটারে তিনি লিখেছেন, "আমি দা প্রেসিডেনশিয়াল মেমোয়ার্স" বইটির লেখকের ছেলে অনুরোধ করছি, বইটি প্রকাশনার কাজ বন্ধ রাখার জন্য । আমার লিখিত অনুমতি ছাড়াই সংবাদমাধ্যমের একাংশ বিশেষ কিছু অংশ প্রকাশ করছে ।" বইটি প্রকাশ হওয়ার আগে তিনি একবার পড়ে দেখতে চান বলেও জানিয়েছেন ।

অভিজিৎবাবুর এই টুইটের পরই শর্মিষ্ঠা টুইটারে লিখেছেন, "আমি দা প্রেসিডেনশিয়াল ইয়ার্স বইটির লেখকের মেয়ে, আমার দাদা অভিজিৎ মুখোপাধ্যায়কে অনুরোধ করছি বাবার লেখা শেষ বই প্রকাশ হতে অহেতুক বাধা যেন না দেওয়া হয় । তিনি অসুস্থ হওয়ার আগেই বইয়ের পান্ডুলিপি তৈরি করে রেখে গেছিলেন ।" পাশাপাশি আত্মজীবনীটির নাম ভুল লেখার বিষয়টিও দাদাকে স্মরণ করিয়ে দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details