দিল্লি, 15 ডিসেম্বর : প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী নিয়ে বিবাদে জড়ালেন তাঁর পুত্র ও কন্যা । আত্মজীবনী প্রকাশ আপাতত বন্ধ রাখতে চাইছেন অভিজিৎ মুখোপাধ্যায় । মেয়ে শর্মিষ্ঠা আবার চাইছেন, প্রকাশনার কাজ চলতে থাকুক । আর এই নিয়েই টুইটারে রীতিমতো যুদ্ধ লেগে গেছে ভাই-বোনের মধ্যে ।
প্রথম টুইটটি আসে অভিজিৎবাবুর দিক থেকে । প্রকাশকদের তিনি অনুরোধ করেন, তাঁর লিখিত অনুমতি না পাওয়া পর্যন্ত বইপ্রকাশের কাজ বন্ধ রাখতে । এরপরই টুইট করেন শর্মিষ্ঠা । "সস্তা প্রচার" পাওয়ার জন্য বাবার বই প্রকাশের ক্ষেত্রে "অহেতুক বাধা" তৈরি করছেন বলে অভিজিৎবাবুর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি ।
কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের একাংশে প্রণববাবুর আত্মজীবনীকে ঘিরে জল্পনার শুরু হয়েছিল । ছড়িয়েছিল, ইউপিএ-র হারের জন্য প্রণববাবু তাঁর বইতে সোনিয়া গান্ধি ও মনমোহন সিংকে দায়ি করেছেন । এই ঘটনার পর কয়েকদিন যেতে না যেতেই অভিজিৎবাবু বইপ্রকাশের কাজ আপাতত বন্ধ রাখার জন্য আবেদন জানালেন ।