পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টেলিভিশন সাংবাদিক রোহিত সারদানা প্রয়াত - রোহিত সারদানা প্রয়াত

1982 সালের 22 সেপ্টেম্বর তাঁর জন্ম হরিয়ানার কুরুক্ষেত্রে ৷ সেখান থেকে এসে সাংবাদিকতা ৷ আর আজ সকালে 31 বছরের সেই সাংবাদিকতা জীবনে আচমকা পূর্ণছেদ পড়ে গেল ৷

টেলিভিশন সাংবাদিক রোহিত সারদানা প্রয়াত
টেলিভিশন সাংবাদিক রোহিত সারদানা প্রয়াত

By

Published : Apr 30, 2021, 1:59 PM IST

Updated : Apr 30, 2021, 4:04 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক রোহিত সারদানা প্রয়াত ৷ শুক্রবার তিনি প্রয়াত হয়েছেন ৷ জানা গিয়েছে যে আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর ৷ তার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

রোহিত সারদানা টিভি সাংবাদিকতায় পরিচিত মুখ ৷ 2000 সালে একজন কপি এডিটর হিসেবে নিজের সাংবাদিকতার কেরিয়ার শুরু করেছিলেন তিনি ৷ তার পর কাজ করেছেন একাধিক সংবাদ সংস্থায় ৷ একধিক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে তাঁকে প্রাইমটাইমে বিভিন্ন খবর সংক্রান্ত অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন :মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পৌঁছল ভারতে

1982 সালের 22 সেপ্টেম্বর তাঁর জন্ম হরিয়ানার কুরুক্ষেত্রে ৷ সেখান থেকে এসে সাংবাদিকতা ৷ আর আজ সকালে 31 বছরের সেই সাংবাদিকতা জীবনে আচমকা পূর্ণছেদ পড়ে গেল ৷ স্বাভাবিক ভাবেই তাই দেশের সংবাদমাধ্যমে রীতিমতো শোকের ছায়া ৷

তাঁর সহকর্মী থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেছেন ৷ অনেক রাজনৈতিক নেতাও রোহিত সারদানার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷

Last Updated : Apr 30, 2021, 4:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details