নয়াদিল্লি, 30 এপ্রিল: বিশিষ্ট টেলিভিশন সাংবাদিক রোহিত সারদানা প্রয়াত ৷ শুক্রবার তিনি প্রয়াত হয়েছেন ৷ জানা গিয়েছে যে আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর ৷ তার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷
রোহিত সারদানা টিভি সাংবাদিকতায় পরিচিত মুখ ৷ 2000 সালে একজন কপি এডিটর হিসেবে নিজের সাংবাদিকতার কেরিয়ার শুরু করেছিলেন তিনি ৷ তার পর কাজ করেছেন একাধিক সংবাদ সংস্থায় ৷ একধিক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে তাঁকে প্রাইমটাইমে বিভিন্ন খবর সংক্রান্ত অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গিয়েছে ৷