আঙ্গুল (ওড়িশা), 14 জানুয়ারি: কংগ্রেস নেতা জয়রাম রমেশের বিবৃতিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ চরম কটাক্ষের সুরে ধর্মেন্দ্র প্রধান জানান, আদতে এই ভারত জোড়ো যাত্রা মেরুকরণের রাজনীতি ৷ কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার বলেন, "'টুকড়ে-টুকড়ে' দল দেশকে ঐক্যবদ্ধ করার নাটক মঞ্চস্থ করছে। তাদের আদর্শ কী ?"
রবিবার রাহুল গান্ধির যাত্রা শুরুর কয়েক ঘণ্টা আগে ওড়িশার আঙ্গুলে এএনআই-কে রাম জন্মভূমি মন্দিরে আসন্ন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের কথা উল্লেখ করে বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান বলেন, "দেশ এখন 'রাম-ময়' ৷ রামের আদর্শ আজ বিরাজ করছে এবং দেশে একটি নতুন জাগরণ তৈরি হয়েছে। কিছু লোক এটা সহ্য করতে পারছে না। তাই তারা এই জঘন্য রাজনীতিতে লিপ্ত হয়েছে।" তাঁর কথায়, গত দুই নির্বাচনে দেশের জনগণ বিরোধীদের জবাব দিয়েছে ৷ এবারও মানুষ তাই করবে বলেও জানান ধর্মেন্দ্র প্রধান। এদিকে, বিজেপির মুখপাত্র নলিন কোহলি বলেন, "ভারত জোড় ন্যায় যাত্রা-এর মতো কাজগুলি কংগ্রেস রাহুল গান্ধির রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করে তার কোনও অর্থ নেই, কারণ পার্টি সেগুলি বাস্তবায়নের কোনও ইচ্ছা নেই৷ কংগ্রেস পার্টি রাহুল গান্ধীর রাজনৈতিক প্রচারের জন্য যে শব্দগুলি ব্যবহার করে তারও কোনও অর্থ নেই।" কোহলি এদিন গুয়াহাটিতে এএনআই-কে বলেন, "কেউ যদি কংগ্রেস শাসনের অধীনে উত্তর-পূর্বের রাজ্যকে নরেন্দ্র মোদি সরকারের অধীনে 10 বছরের সঙ্গে তুলনা করেন, তবে কেউ প্রধানমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তর-পূর্বে ক্রমবর্ধমান সফরের সংখ্যা নোট করতে পারেন।"