নয়াদিল্লি, 25 মে : ‘‘সত্য বরাবর নির্ভীক’’! কোভিড টুলকিট নিয়ে এবার কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবেই নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ মঙ্গলবার তিনি একটি টুইট করে একথা বলেন ৷ প্রসঙ্গত, কোভিড টুলকিট বিতর্কে জড়িত থাকার অভিযোগে সোমবার টুইটার ইন্ডিয়াকে একটি নোটিস পাঠায় দিল্লি পুলিশ ৷
তারপর সোমবার দিল্লি ও গুরগাঁও এর টুইটারের দু’টি অফিসে দু’টি দল পাঠিয়ে তল্লাশি চালানো হয় ৷ আর সেই ঘটনার প্রেক্ষিতেই আজ এই টুইটটি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘সত্য বরাবর নির্ভীক’’! তবে, শুধু রাহুল গান্ধি নন, কংগ্রেসের তরফেও এই তল্লাশির নিন্দা করা হয় ৷ যেখানে বলা হয়েছে, ভীরুর মতো মাইক্রোব্লগিং সাইটের অফিসে হানা দেওয়া হয়েছে ৷ সেখানে কংগ্রেসের তরফে আরও অভিযোগ করা হয়, দিল্লি পুলিশ বিজেপি নেতাদের তৈরি প্রতারণামূলক টুলকিটের সত্যতা লুকানোর জন্য সেখানে তল্লাশি চালাতে গিয়েছিল ৷