পুণে, 23 এপ্রিল: পুণেতে একটি বেসরকারি বাসকে পিছন থেকে এসে ধাক্কা মারল ট্রাক ৷ ঘটনায় বাসের 3 যাত্রী এবং ট্রাক চালকের মৃত্যু হয়েছে ৷ গুরুতর জখম অবস্থায় 18 জনকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ আজ ভোররাতে ঘটনাটি ঘটেছে মুম্বই-বেঙ্গালুরু জাতীয় সড়কে ৷ বাসটি মহারাষ্ট্রের সাতারা থেকে থানে জেলার ডোম্বিভিলিতে স্বামীনারায়ণ মন্দিরে যাচ্ছিল ৷ পুণেতে জাতীয় সড়কের উপরে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে পিছন থেকে বাসটিতে ধাক্কা মারে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ৷ ফলে ট্রাকের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে, বাসের পিছনে ধাক্কা মারেন ৷ রাত 2টো নাগাদ ঘটনাটি ঘটায় দ্রুত মেডিক্যাল পরিষেবা পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে ৷ তবে, দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা সেখানে জড়ো হন ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেডিক্যাল টিম এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে ৷ সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ট্রাক চালক এবং আরও তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃত তিন যাত্রী বাসের একদম পিছনের আসনে ছিলেন বলেই তাঁদের প্রাণ গিয়েছে ৷