হায়দরাবাদ, 1 ডিসেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে (Telangana govt) ফেলে দেয় নরেন্দ্র মোদির সরকার (TRS MLC Kavitha Slams BJP)৷ এমনই অভিযোগ করলেন তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিধান পরিষদের সদস্য তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavitha)৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, 8 বছর আগে ক্ষমতায় আসার পর থেকে এক এক করে 9টি রাজ্যের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ৷
তিনি বলেছেন, "দেশের প্রতিটা শিশুও এখন জানে, ভোটমুখী রাজ্যগুলিতে এখন প্রধানমন্ত্রীর আগে পৌঁছে যায় ইডি ৷ এটাই তেলাঙ্গানাতে ঘটেছে ৷" তাঁর কথায়, "সামনের বছর আমাদের রাজ্যে নির্বাচন ৷ তাই এটা আমাদের সঙ্গে ঘটছে ৷ এই একই জিনিস হয়েছে অন্য়ান্য রাজ্যের ক্ষেত্রেও ৷ আমরা তাদের (ইডি) স্বাগত জানিয়েছি ৷ তাদের সঙ্গে আমরা সহযোগিতা করব ৷ এখনও বিজেপি এই সস্তা কৌশল খেলে যাচ্ছে ৷"