পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah: অমিত শাহের গাড়ির সামনে টিআরএস নেতার গাড়ি পার্কিং, শুরু বিতর্ক - amit shah cavalcade

শনিবার হায়দরাবাদে অমিত শাহের গাড়ির সামনে এক টিএরআস নেতা তাঁর গাড়ি রেখে দেন বলে অভিযোগ (car before Amit Shah cavalcade) ৷ হায়দরাবাদ লিবারেশন দিবস পালন উপলক্ষে শনিবার এই শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister Amit Shah) ৷

Amit Shah car in hyderabad
ETV Bharat

By

Published : Sep 17, 2022, 3:56 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: হায়দরাবাদ সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ শনিবার হায়দরাবাদে তাঁর গাড়ির সামনে এক টিএরআস নেতা তাঁর গাড়ি রেখে দেন বলে অভিযোগ (car before Amit Shah cavalcade) ৷ পরে অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের নির্দেশে গোসুলা শ্রীনিবাস নামে ওই নেতার গাড়ি সরিয়ে নেওয়া হয় ৷

উলটো দিকে ওই টিআরএস নেতার অভিযোগ তাঁর এসইউভি গাড়িটি ভাঙচুর করা হয়েছে ৷ তাঁর দাবি, তিনি ইচ্ছাকৃতভাবে তাঁর গাড়ি ওখানে দাঁড় করাননি ৷ গাড়িটে হঠাৎই সেখানে থেমে যায় ৷ বিষয়টি নিয়ে তিনি পুলিশে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন ৷

আরও পড়ুন: রাজাকরদের ভয়েই এত বছর হায়দ্রাবাদ মুক্তি দিবস পালিত হয়নি ! বিরোধীদের শাহী তোপ

উল্লেখ্য, হায়দরাবাদ লিবারেশন দিবস পালন করতে শনিবার শহরে এসেছেন অমিত শাহ ৷ পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা তাঁর ৷ সরকারি স্কুল ও কমিউনিটি হস্টেলগুলিতে শৌচাগার পরিষ্কারের যন্ত্রও প্রদান করবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details