হায়দরাবাদ, 4 অক্টোবর:জাতীয় রাজনীতিতে প্রবেশ করছেন কেসিআর (Kalvakuntla Chandrashekar Rao) ৷ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিকে (Telangana Rashtra Samithi) সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে চান কলভকুন্তল চন্দ্রশেখর রাও ৷ সম্ভবত ভারতীয় রাষ্ট্র সমিতি নামে আত্মপ্রকাশ করতে চলেছে তেলেঙ্গানার শাসক দল ৷ সেই আনন্দেই মশগুল টিআরএস'য়ের নেতা-কর্মীরা ৷
কেসিআর'কেই ভারতের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা ৷ জাতীয় স্তরে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের খুশিতে এবার অদ্ভুদ কাণ্ড ঘটালেন টিআরএস'য়ের স্থানীয় নেতা ৷ প্রায় 200 জন হামালিকে (শ্রমিক) দশেরার উপহার দিয়েছেন রাজনালা শ্রীহরি নামের ওই নেতা ৷ কী উপহার জানেন ? দশেরায় প্রত্যেকের হাতে পৌঁছেছে একটি জ্যান্ত মুরগি এবং এক বোতল মদ (TRS Leader Distribute Alcohol and chickens) ৷ রীতিমতো লাইন করিয়ে প্রত্যকের হাতে 'উপহার' তুলে দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: চলছে নীতি নির্ধারণের কাজ, শীঘ্রই নতুন দল গড়বেন কেসিআর !
তারপরেই বিতর্কের ঝড় উঠেছে রাজ্যজুড়ে ৷ শাসকদলের একজন নেতা সর্বসমক্ষে এরকম দায়িত্বজ্ঞানহীনের পরিচয় কীভাবে দেন, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা ৷ যদিও নিজের 'কীর্তি'তে একেবারেই অনুতপ্ত নন মুখ্যমন্ত্রীর এই অনুগামী ৷ রাজনালার যুক্তি, দশেরার উপহার হিসেবে মদের বোতল এবং মুরগি দেওয়ার মধ্যে কোনও অন্যায় নেই ৷
আরও পড়ুন: দশমীতে জাতীয় দলের নাম ঘোষণা করতে পারেন কেসিআর
তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জাতীয় রাজনীতির আঙিনায় আসছেন, সর্বভারতীয় স্তরে নতুন দল গড়ছেন ৷ তিনি দলের এই সিদ্ধান্তে যারপরনাই খুশি ৷ কেসিআর'য়ের নেতৃত্বে সাফল্যের শিখর ছুঁয়েছে তেলেঙ্গানা ৷ জাতীয় রাজনীতিতেই প্রিয় নেতার বিচরণ গুরুত্বপূর্ণ ছাপ রেখে যাবে ৷
'মদ-মুরগি' বিতরণ করলেন টিআরএস নেতা কেসিআর (KCR)-এর দফতর সূত্রে খবর, আগামিকাল দশমীতে তিনি তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস-এর বৈঠক ডেকেছেন ৷ সেখানেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ৷ তার পর জাতীয় দলের নাম ঘোষণা করবেন কেসিআর ৷
2001 সালের এপ্রিলে টিআরএস (TRS) তৈরি করেছিলেন কেসিআর ৷ তখন লক্ষ্য ছিল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে তেলঙ্গানাকে আলাদা করা ৷ পৃথক রাজ্যের দাবি আদায় করা ৷ সেই দাবি আদায়ে তিনি সফল হন 2014 সালে ৷ অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয় নতুন রাজ্য তেলঙ্গানা ৷ ওই বছর ভোটে জিতে তেলঙ্গানা মুখ্যমন্ত্রী হন কেসিআর ৷ সেই থেকে নির্বাচনী ময়দানে তাঁকে কেউ হারাতে পারেনি ৷
টিআরএসের একটি সূত্রের খবর, এবার জাতীয়স্তরে বিজেপির (BJP) বিরুদ্ধে আরও সক্রিয় হতে চান কেসিআর ৷ লড়াই করতে চান জাতীয় রাজনীতিতে ৷ সেই কারণে দলের নাম বদল নিয়ে ভাবনাচিন্তা শুরু ৷ টিআরএস নেতা শ্রীধর রেড্ডি জানিয়েছেন, এনডিএ সরকার চালাতে ব্যর্থ ৷ দেশের মানুষ বিকল্প খুঁজছে ৷