পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

KCR: দশমীতে জাতীয় দলের নাম ঘোষণা করতে পারেন কেসিআর - বিজেপি

আগামিকাল, দশমীতে দলের জরুরি বৈঠক ডেকেছেন টিআরএস (TRS) সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) ৷ সেদিনই তিনি জাতীয় দলের নাম ঘোষণা করবেন বলে সূত্রের খবর ৷

TRS chief KCR likely to announce national party on Dussehra
KCR: দশমীতে জাতীয় দলের নাম ঘোষণা করতে পারেন কেসিআর

By

Published : Oct 4, 2022, 9:37 AM IST

হায়দরাবাদ (তেলঙ্গানা), 4 অক্টোবর : দশমীতেই জাতীয় দলের নাম ঘোষণা করতে পারেন তেলঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী তথা টিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao) ৷ সূত্র মারফত এমনই খবর মিলেছে ৷

কে চন্দ্রশেখর রাও বা কেসিআর (KCR)-এর দফতর সূত্রে খবর, আগামিকাল দশমীতে তিনি তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস-এর বৈঠক ডেকেছেন ৷ সেখানেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ৷ তার পর জাতীয় দলের নাম ঘোষণা করবেন কেসিআর ৷

2001 সালের এপ্রিলে টিআরএস (TRS) তৈরি করেছিলেন কেসিআর ৷ তখন লক্ষ্য ছিল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে তেলঙ্গানাকে আলাদা করা ৷ পৃথক রাজ্যের দাবি আদায় করা ৷ সেই দাবি আদায়ে তিনি সফল হন 2014 সালে ৷ অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয় নতুন রাজ্য তেলঙ্গানা ৷ ওই বছর ভোটে জিতে তেলঙ্গানা মুখ্যমন্ত্রী হন কেসিআর ৷ সেই থেকে নির্বাচনী ময়দানে তাঁকে কেউ হারাতে পারেনি ৷

টিআরএসের একটি সূত্রের খবর, এবার জাতীয়স্তরে বিজেপির (BJP) বিরুদ্ধে আরও সক্রিয় হতে চান কেসিআর ৷ লড়াই করতে চান জাতীয় রাজনীতিতে ৷ সেই কারণে দলের নাম বদল নিয়ে ভাবনাচিন্তা শুরু ৷ টিআরএস নেতা শ্রীধর রেড্ডি জানিয়েছেন, এনডিএ সরকার চালাতে ব্যর্থ ৷ দেশের মানুষ বিকল্প খুঁজছে ৷

বুধবারের বৈঠকের পর একদিকে কেসিআর জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেবেন ৷ অন্যদিকে তাঁর দলের এক প্রতিনিধি দল দিল্লির উদ্দেশে রওনা দেবেন দলের নাম পরিবর্তন করার জন্য ৷ কী নাম হবে নতুন দলের, তা নিয়ে নানা জল্পনা চলছে তেলঙ্গানার রাজনীতিতে ৷ একটি সূত্রের খবর, টিআরএসের নতুন নাম হতে চলেছে ভারতীয় রাষ্ট্র সমিতি ৷ যদিও মুখে কুলুপ এঁটেছেন টিআরএস নেতারা ৷

অন্যদিকে কংগ্রেস (Congress) কেসিআর-এর পদক্ষেপকে ‘অর্থহীন’ বলে কটাক্ষ করেছে ৷ অন্যদিকে বিজেপি জানিয়েছে যে গণতন্ত্রে সকলেরই জাতীয় দল তৈরির অধিকার রয়েছে ৷

আরও পড়ুন :চলছে নীতি নির্ধারণের কাজ, শীঘ্রই নতুন দল গড়বেন কেসিআর !

ABOUT THE AUTHOR

...view details