আগরতলা, 16 নভেম্বর: সাম্প্রদায়িক হিংসা নিয়ে খবর করতে যাওয়া দুই তরুণী সাংবাদিককে এবার রাজনৈতিক দলের এজেন্ট বলে দাগিয়ে দিলেন ত্রিপুরার মন্ত্রী । সরকারের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে তুলতেই ওই দুই তরুণী ত্রিপুরায় পা রেখেছিলেন বলে অভিযোগ তাঁর ।
এডিটর্স গিল্ড-সহ গোটা দেশের সমালোচনার মুখে পড়ে ওই দুই তরুণী সাংবাদিককেই কাঠগড়ায় দাঁড় করান ত্রিপুরার সংস্কৃতি মন্ত্রী সুস্নাত চৌধুরী । তিনি বলেন, ‘‘সাংবাদিক পরিচয় দিয়ে যে দু‘জন এসেছিলেন, ওঁরা আসলে একটি রাজনৈতিক দলের এজেন্ট ৷ রাজ্যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্য ছিল ওঁদের ৷ একটি সম্প্রদায়ের মানুষকে সরকারের বিরুদ্ধে তাতিয়ে তুলতে চেয়েছিলেন ৷’’
আরও পড়ুন:Narendra Modi: আগে শুধু পরিবারের সম্পত্তি বাড়ত, উন্নয়ন হয়েছে যোগীর আমলেই, উত্তরপ্রদেশে দাবি মোদির
সুস্নাত আরও বলেন, ‘‘একটি রাজনৈতিক দল এবং একটি সংস্থা মিলে কাজ করছে ৷ সেলসম্যান এবং সাংবাদিক সাজিয়ে তারা রাজ্যে অনেককে ঢুকিয়ে দিচ্ছে ৷ চেষ্টা চলছে, সরকারের বিরুদ্ধে মানুষকে তাতিয়ে তুলতে ৷ মানুষকে বলব, এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না ৷’’ সুস্নাত যদিও কোনও দলের নাম উল্লেখ করেননি, তবে আগামী বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরায় পা রেখেছে তৃণমূল ৷ ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা তৃণমূলের হয়ে জনভিত্তি তৈরির কাজ করছে ৷ তাহলে কি সুস্নাতর নিশানায় তৃণমূল, খোলসা করেননি মন্ত্রী ৷