আগরতলা, 21 নভেম্বর: পৌরসভা নির্বাচনের আগে আগরতলা সফররত তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ঘিরে (Tripura TMC) ফের উত্তপ্ত ত্রিপুরা ৷ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) পূর্ব আগরতলা মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অভিযোগ উঠল ৷ থানাতেই হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ হামলায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ৷ সেই সময় থানায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷
25 নভেম্বর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন ৷ কিছুদিন ধরেই সেখানে থেকে প্রচার চালাচ্ছেন সায়নী ঘোষ ৷ আগরতলায় ঘাঁটি গেড়েছেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ তাঁরা যে হোটেলে থাকছেন, রবিবার বেলা 11টা নাগাদ সেখানে যায় মহিলা পুলিশ বাহিনী ৷ সায়নীকে থানায় নিয়ে যেতে চাইলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে পুলিশের বাক-বিতণ্ডা শুরু হয় ৷ কী অভিযোগে সায়নীকে থানায় যেতে হবে, সেই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ ৷ এরপর পুলিশের সঙ্গেই থানায় যান সায়নী-সহ অন্যান্য তৃণমূল নেতারা ৷
আরও পড়ুন:Saayoni Ghosh Arrested at Agartala : আগরতলায় গ্রেফতার সায়নী ঘোষ