আগরতলা, 9 মে: পিটিয়ে হত্যার অভিযোগে ধৃত 9 ৷ ধৃতদের বিরুদ্ধে ছাগল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পড়শি রাজ্য ত্রিপুরায় ৷ মঙ্গলবার অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ৷ ধৃতদের মধ্যে 2জন মহিলা ৷
জেলা (পশ্চিম) সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কিরণ কুমার জানান, একটি ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করেই গোলমাল বাঁধে ৷ মৃত সুনীল ওরাংয়ের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ ছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতেই পিটিয়ে মারার ঘটনা ঘটে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "স্থানীয় মেঘলিবন্দ বস্তি এলাকা থেকে সোমবার একটি ছাগল চুরি যায় ৷ চুরি যাওয়া ছাগলটি খুঁজে পাওয়া যায় সুনীল ওরাংয়ের বাড়িতে ৷ তাঁর বাড়িতেই চড়াও হন দুই জন মহিলা-সহ 9 জন ৷ তাঁকে বেঁধে মারধর করা হয় ৷ এমনকী হকি স্টিক দিয়েও প্রহার করা হয় সুনীলকে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷ এরপরেই 9 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷"