আগরতলা (ত্রিপুরা), 14 ফেব্রুয়ারি: মাঝে আর মাত্র একদিন ৷ তার পর বৃহস্পতিবারই ত্রিপুরার মানুষ ভোট দিয়ে এই রাজ্যের সরকার তৈরিতে নিজেদের মতামত প্রকাশ করবেন ৷ আর তার আগেই ভয়ঙ্কর অভিযোগ তুলল সিপিএম (CPIM) ৷ তাদের দাবি, ত্রিপুরা পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ তাই এই নিয়ে তাদের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে ৷
চিঠিটি লিখেছেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ৷ সেখানে তিনি লিখেছেন, "কংগ্রেস সাংসদ গৌরব গগৈ একটি গুরুতর অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারের জন্য ত্রিপুরায় এসে গত 11 ফেব্রুয়ারি রাতে গোপনে রাজ্যের ডিজিপি ও নির্বাচন দফতর-সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের একটি ব্যাচের সঙ্গে দেখা করেন ।’’
চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘‘এমন এক সময়ে যখন সাধারণ ভোটার-সহ সবাই হিংসা মুক্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে খুবই উদ্বিগ্ন, তখন ভোটের মাত্র তিনদিন আগে এই ধরনের গোপন বৈঠক নির্বাচনী নিয়ম লঙ্ঘন করে ৷ সেখানে কোনও ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে কি না, তা নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে । যেকোনও উপায়ে নির্বাচনে কারচুপির জন্য এই গোপন বৈঠক হয়েছে ৷”