পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Agartala Government Dental College: মোদির হাতে কলেজ উদ্বোধনের আগের দিনই দুর্নীতির অভিযোগ বিধায়কের

রবিবার ত্রিপুরায় আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের (Agartala Government Dental College) উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার একদিন আগে দুর্নীতির অভিযোগ তুললেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ৷

Tripura Congress MLA alleging irregularities of Agartala Government Dental College just a day before inauguration
রাজ্যের প্রথম ডেন্টাল কলেজ নিয়ে বিতর্ক ৷

By

Published : Dec 17, 2022, 9:31 PM IST

আগরতলা, 17 ডিসেম্বর: রবিবার রাজ্য়ের প্রথম ডেন্টাল কলেজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার ঠিক আগের দিন সেই কলেজেরই ব্যবস্থাপনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল ! রবিবার ত্রিপুরায় আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের (Agartala Government Dental College) উদ্বোধন করবেন মোদি ৷ আর শনিবার রাজ্য়ের মুখ্যসচিবকে চিঠি পাঠালেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) ৷ চিঠিতে সুদীপের অভিযোগ, এই কলেজ নির্মাণে দুর্নীতি করা হয়েছে ৷

মুখ্যসচিব জে কে সিনহাকে লেখা চিঠিতে কংগ্রেসের বিধায়ক দাবি করেছেন, আগরতলা ডেন্টাল কলেজের পড়ুয়াদের ক্লাস করাবেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজের অধ্যাপকরা ৷ এই ব্যবস্থাপনা বেআইনি বলে দাবি করেছেন বিধায়ক ৷ কারণ, নিয়ম অনুসারে একটি কলেজের সর্বক্ষণের অধ্যাপক হয়ে অন্য কলেজে এভাবে ক্লাস করানো যায় না ৷ অথচ, প্রাথমিকভাবে স্থির করা হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজের অ্য়ানাটমি, ফিজিয়োলজি এবং বায়োকেমিস্ট্রি বিভাগের তিনজন করে মোট নয়জন অধ্যাপক প্রাথমিকভাবে ডেন্টাল কলেজের পড়ুয়াদের পড়াবেন ৷

আরও পড়ুন:প্রধানমন্ত্রী আসছেন, ত্রিপুরাজুড়ে কঠোর নিরাপত্তার বেষ্টনী

সুদীপের বক্তব্য, আগরতলা গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজের কোনও অধ্যাপকই রাজ্য়ের বাইরে কিংবা রাজ্যের ভিতরে অন্য কোনও কলেজে থিয়োরি অথবা প্র্যাকটিক্য়ালের ক্লাস করাতে পারেন না ৷ সেটাই ঘোষিত নিয়ম ৷ এক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না ৷ সুদীপের আশংকা, এর ফলে আগরতলা গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজের অনুমোদন বাতিল হয়ে যেতে পারে ৷ তাতে সংশ্লিষ্ট মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে ৷ সুদীপ আরও জানিয়েছেন, যে ভবনে ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে ডেন্টাল কলেজের জন্য আলাদা কোনও লেকচার হল পর্যন্ত নেই ৷ ফলে কীভাবে পঠনপাঠন হবে, তা নিয়েও শংকা প্রকাশ করেছেন রাজ্য়ের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details