আগরতলা, 7 জানুয়ারি: বিজেপি বারবার তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ এনেছে ৷ এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Tripura Chief Minister Manik Saha) তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসকে (TMC) ৷ হাজার হাজার বিজেপি কর্মীকে (BJP Workers) বাংলা ছেড়ে শাসক দলের অত্যাচারে পালিয়ে যেতে হয়েছে বলে ভয়ংকর অভিযোগ করেন তিনি ৷ এর জেরে বিজেপি কর্মীদের অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হয়ে বলে তাঁর দাবি ।
মানিক সাহা ত্রিপুরার উনাকোটি জেলার অন্তর্গত কুমারঘাটে 'জন বিশ্বাস যাত্রা' (Jana Viswas Yatra) নামে এক কর্মসূচিতে যোগ দেন ৷ সেখানেই ভাষণ দেওয়ার সময় এদিন একথা বলেন তিনি । ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, "তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও সহিংসতার কারণে হাজার হাজার বিজেপি কর্মী পশ্চিমবঙ্গ ছেড়েছেন । ত্রিপুরায় আমরা দেখেছি কীভাবে 2018 সালের নির্বাচনের আগে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, রাজনৈতিক সহিংসতার মতো ঘটনা ঘটেছিল । কিন্তু 2018 সালে বিজেপি সরকার গঠনের পর একটিও রাজনৈতিক হত্যাকাণ্ড, ধর্ষণের মতো ঘটনা ঘটেনি। আমরা গুন্ডা দল নই ৷ আমাদের দলে শৃঙ্খলা হয়েছে ৷ কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) মতো অভিভাবক রয়েছেন ৷"