আগরতলা, 2 নভেম্বর: 'মিশন 2023' (Tripura CM Announces Mission 2023) ঘোষণা করে আসন্ন বিধানসভা নির্বাচনে মোট 60টি আসনেই জয়লাভ করার লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)৷ আগামী বছরের ফেব্রুয়ারির শেষের দিকে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election)।
মুখ্যমন্ত্রী মানিক সাহা সোমবার ধলাই জেলার চামানু বিধানসভা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির 'জন আশীর্বাদ যাত্রা'-তে যোগ দিতে গিয়েছিলেন । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছেন যে, সরকার অনেক কাজ করেছে, যা উদ্বোধন করতেই দুই বছরেরও বেশি সময় লাগবে । তিনি বলেন, "অল্প সময়ের মধ্যে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি কিন্তু উদ্বোধনের সময় নেই । 2018 সালের আগে বামফ্রন্ট সরকার ছিল এবং আমরা যা দেখেছি, তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে । বছরের পর বছর আমরা রাজনৈতিক সন্ত্রাস, সাধারণ মানুষের উপর হামলা ইত্যাদির পরিবেশ দেখেছি ৷"
তৎকালীন বামফ্রন্ট সরকারকে দোষারোপ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, তাদের আমলে স্বজন পোষণ ছিল । মানিকের কথায়, "বামফ্রন্ট সরকারের আমলে চাকরি, কর্মকর্তাদের বদলি ইত্যাদি ক্ষেত্রে স্বজনপ্রীতি ছিল । যাঁরা সিপিআইএম-এর মিছিলে অংশ নেবেন না, তাঁরা চাকরি পাবেন না । কিন্তু সমাবেশে অংশগ্রহণ করে চাকরি পাওয়ার পরও শেষ পর্যন্ত হাইকোর্টের আদেশে চাকরি হারাতে হয়েছে । 10,323 জন শিক্ষকের বরখাস্ত হওয়ার জন্য দায়ী বামফ্রন্ট । তারা নিয়ম না মেনে চাকরি দিয়েছে এবং স্বজনপ্রীতি একটি বড় কারণ ৷"