পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপে হামলার প্রতিবাদ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ৷ এ নিয়ে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন তিনি ৷ গোটা ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কঠোর মনোভাব দেখিয়েছেন, তারও প্রশংসা করেছেন বিপ্লব ৷

tripura CM biplab kumar deb condemned the attacks on puja pandals in bangladesh
Bangladesh Violence : বাংলাদেশে মৌলবাদী হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

By

Published : Oct 17, 2021, 4:36 PM IST

আগরতলা, 17 অক্টোবর : শারদোৎসবের সময় বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডবের কড়া নিন্দা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব (Biplab Kumar Deb) ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি ৷ একইসঙ্গে হামলায় আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিপ্লব ৷ তাঁর আশা, শীঘ্রই বাংলাদেশের শেখ হাসিনা (Sheikh Hasina) সরকার দোষীদের সকলকে পাকড়াও তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবে ৷ পাশাপাশি, এই ঘটনায় অন্যত্রও অশান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লব ৷ যা অমূলক নয় বলেই মত বিশেষজ্ঞদের ৷ কারণ, বাংলাদেশের যে কুমিল্লা থেকে গন্ডগোলের সূত্রপাত, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে তার ভৌগোলিক দূরত্ব খুব বেশি নয় ৷ সেক্ষেত্রে মৌলবাদী সন্ত্রাসের আঁচ যাতে সীমান্ত পেরিয়ে এপারে না আসে, সংশ্লিষ্ট প্রশাসনের তাও নিশ্চিত করা উচিত বলে মনে করে ওয়াকিবহাল মহল ৷

আরও পড়ুন :Taslima Nasreen : ‘জিহাদিস্তান’ বাংলাদেশের ‘রানি’ শেখ হাসিনা, কটাক্ষ তসলিমার

বিপ্লব জানিয়েছেন, বাংলাদেশের ঘটনায় তিনি দুঃখিত এবং হতাশ ৷ তাঁর অভিযোগ, এই ধরনের হামলা চালিয়ে কিছু মানুষ আদতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ৷ তবে একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকারও প্রশংসা করেছেন তিনি ৷ প্রসঙ্গত, একের পর এক দুর্গাপুজোর মণ্ডপে হামলার পরই কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের সরকার ৷ পুলিশ প্রশাসনের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমজনতাও ৷ বিপ্লব দেবের আশা, যারা এই হামলার পিছনে রয়েছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইন মাফিক কঠোর শাস্তির ব্যবস্থা করবে বাংলাদেশের সরকার ৷

সূত্রের খবর, বাংলাদেশের এই ঘটনা সামনে আসার পরই সেদেশে ভারতের রাষ্ট্রদূত ভি কে দুরাইস্বামীকে (V K Duraiswamy) ফোন করেন বিপ্লব ৷ কীভাবে গোটা ঘটনা ঘটল, কারা কারা এই ঘটনায় আক্রান্ত হয়েছেন, সরকার বা প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে কী কী পদক্ষেপ করেছে, তার সবটাই টেলিফোনে জানতে চান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷ ভি কে দুরাইস্বামীও তাঁকে হাতে থাকা সমস্ত তথ্য সরবরাহ করেন ৷

বিপ্লবকে ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, আপাতত পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে ৷ দুরাইস্বামী নিজেও ঘটনাস্থল ঘুরে দেখেছেন ৷ সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে ৷ বিপ্লব দেব জানিয়েছেন, বাংলাদেশের সরকার ভারতীয় দূতাবাসকে এই বিষয়ে সবরকমভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে ৷

আরও পড়ুন :Narendra Modi : বাংলাদেশের হিংসা নিয়ে কেন মোদি নীরব, প্রশ্ন তুললেন তৃণমূলের কুণাল

গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরার বুদ্ধিজীবীরাও ৷ ইতিমধ্যেই তাঁরা ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ জোবায়েদ হোসেনের (Md Jobayed Hossain) সঙ্গে দেখা করে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই বৈঠকের পর একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, যেভাবে কোনও প্ররোচনা ছাড়াই দুর্গামণ্ডপে হামলা চালানো হয়েছে, তা আসলে বঙ্গবন্ধুর আদর্শের উপরেই হামলা ৷ তাই বাংলাদেশের সরকারের কাছে ত্রিপুরার বুদ্ধিজীবীদের আবেদন, সরকার যেন দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করে ৷

ABOUT THE AUTHOR

...view details