আগরতলা, 17 অক্টোবর : শারদোৎসবের সময় বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডবের কড়া নিন্দা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব (Biplab Kumar Deb) ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তিনি ৷ একইসঙ্গে হামলায় আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিপ্লব ৷ তাঁর আশা, শীঘ্রই বাংলাদেশের শেখ হাসিনা (Sheikh Hasina) সরকার দোষীদের সকলকে পাকড়াও তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবে ৷ পাশাপাশি, এই ঘটনায় অন্যত্রও অশান্তি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লব ৷ যা অমূলক নয় বলেই মত বিশেষজ্ঞদের ৷ কারণ, বাংলাদেশের যে কুমিল্লা থেকে গন্ডগোলের সূত্রপাত, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে তার ভৌগোলিক দূরত্ব খুব বেশি নয় ৷ সেক্ষেত্রে মৌলবাদী সন্ত্রাসের আঁচ যাতে সীমান্ত পেরিয়ে এপারে না আসে, সংশ্লিষ্ট প্রশাসনের তাও নিশ্চিত করা উচিত বলে মনে করে ওয়াকিবহাল মহল ৷
আরও পড়ুন :Taslima Nasreen : ‘জিহাদিস্তান’ বাংলাদেশের ‘রানি’ শেখ হাসিনা, কটাক্ষ তসলিমার
বিপ্লব জানিয়েছেন, বাংলাদেশের ঘটনায় তিনি দুঃখিত এবং হতাশ ৷ তাঁর অভিযোগ, এই ধরনের হামলা চালিয়ে কিছু মানুষ আদতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ৷ তবে একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকারও প্রশংসা করেছেন তিনি ৷ প্রসঙ্গত, একের পর এক দুর্গাপুজোর মণ্ডপে হামলার পরই কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের সরকার ৷ পুলিশ প্রশাসনের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমজনতাও ৷ বিপ্লব দেবের আশা, যারা এই হামলার পিছনে রয়েছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে আইন মাফিক কঠোর শাস্তির ব্যবস্থা করবে বাংলাদেশের সরকার ৷