পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Biplab Kumar Deb : পুলিশ তার কাজ করেছে, আই-প্যাকের সদস্যদের আটক প্রসঙ্গে বিপ্লব - ত্রিপুরা

প্রশান্ত কিশোরের আই-প্যাক দলের 23 জন সদস্যকে আটকে রাখা হয়েছিল ত্রিপুরার একটি হোটেলে ৷ যদিও পরে তাঁরা জামিন পান ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী অবশ্য একে স্বাধীনতার আগে কড়া নজরদারির পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

By

Published : Jul 30, 2021, 10:53 AM IST

Updated : Jul 30, 2021, 11:22 AM IST

আগরতলা, 30 জুলাই : পুলিশ তার কাজ করেছে, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM) বিপ্লব দেব (Biplab Deb) ৷ প্রশান্ত কিশোরের (Prashant Kishore) আই-প্যাক দলের (Indian Political Action Committee, I-PAC) 23 জন সদস্যকে আগরতলায় আটকে রাখার সাফাই দিতে বৃহস্পতিবার এই কথা জানালেন বিজেপি মুখ্যমন্ত্রী ৷ তাঁর যুক্তি সামনেই স্বাধীনতা দিবস, তাই নিরাপত্তার স্বার্থে রাজ্যজুড়ে নজরদারি চলছে ৷

তবে তিনি সবাইকে ত্রিপুরায় আমন্ত্রণ জানিয়ে বলেন, "ত্রিপুরায় সবাই আসতে পারে ৷ কিন্তু আমরা পুলিশের কাজে নাক গলাই না ৷ পুলিশ তার কাজ করেছে ৷" ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৷ তাই আসন্ন স্বাধীনতা দিবসের আগে "রাজ্যে কারা আসছে, তা খতিয়ে দেখতে হবে তাদের (পুলিশ)", বলেন দেব ৷

আরও পড়ুন : I-PAC-Tripura : জামিনে মুক্ত 23 আইপ্যাক কর্মী, এবার ত্রিপুরাতেও খেলা হবে স্লোগান ডেরেক-ব্রাত্যর

প্রশান্ত কিশোরের আই-প্যাক (I-PAC) দলের 23 জন সদস্যকে আগরতলার একটি হোটেলে আটকে রাখা হয়েছিল ৷ সূত্রে জানা গিয়েছে, সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তাঁরা যেন বিমানে রাজ্য ছাড়ার কারণ ব্যতীত হোটেল থেকে না বের হন, জানিয়ে সতর্ক করেছিল পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) বিভিন্ন ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছিল ৷ বৃহস্পতিবার অবশ্য তাঁদের জামিন মঞ্জুর করে আগরতলা কোর্ট ৷

বুধবার আই-প্যাকের এক সদস্য জানায়, ত্রিপুরার পুলিশের বক্তব্য অনুযায়ী ওই 23 জন সদস্যকে "কোয়ারান্টিন"-এ (quarantine) রাখা হয়েছিল ৷ আরটি-পিসিআর (RT-PCR) রিপোর্ট হাতে পেতে 48 ঘণ্টার সময় লাগে, তাই তাদের হোটেলে আটকে রাখা হয়েছিল ৷

প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, তাই আই-প্যাক টিমের সদস্যদের আটকে রাখার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছ বলে অনুমান ৷

Last Updated : Jul 30, 2021, 11:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details