নয়াদিল্লি, 27 জানুয়ারি: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম একপ্রকার চূড়ান্ত করে ফেলল বিজেপি (BJP to announce candidate list for Tripura very soon ) । দলীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠক হল বৃহস্পতিবার । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য, নির্বাচনের পর্যবেক্ষক মহেশ শর্মা এবং সাংসদ প্রতিমা ভৌমিক বৈঠকে উপস্থিত ছিলেন। বিজেপির উত্তরপূর্বের আহ্বায়ক সম্বিত পাত্রও ছিলেন বৈঠকে ।
জানা গিয়েছে, প্রার্থী তালিকা চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচনী রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে দলের শীর্ষ নেতারাও থাকবেন প্রচারে । সেই ব্যাপারেও আলোচনা হয়েছে । এরপর শুক্রবার বৈঠকে বসবে দলের নির্বাচন কমিটি । তারপরই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি । 60 সদস্য বিশিষ্ট বিধানসভায় ভোট হবে 16 ফেব্রুয়ারি । ত্রিপুরার সঙ্গে মেঘালয় এবং নাগাল্যান্ডেও ভোট হচ্ছে । 27 তারিখ এই দুটি রাজ্যে ভোট হবে। তিনটি রাজ্যেই ভোট গণনা 2 মার্চ ।