পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Triple Murder: দিল্লিতে একই বাড়িতে খুন 3 জন, রক্ষা পেল 3 বছরের শিশু - Delhi Triple Murder

একই বাড়িতে 3 জনের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে (Delhi Triple Murder) ৷ দুষ্কৃতীরা বাবা, মা'কে খুন করলেও রক্ষা পেয়েছে 3 বছরের শিশু ৷ খুন করা হয়েছে বাড়ির পরিচারিকাকেও (Triple Murder case in Delhi Harinagar area) ৷

ETV Bharat
Delhi Triple Murder case

By

Published : Nov 1, 2022, 8:10 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: দিল্লিতে খুনের ঘটনায় চাঞ্চল্য ৷ হরিনগর থানা এলাকার অশোক নগরে একই বাড়িতে খুন হয়েছেন তিন জন ৷ মৃতদের মধ্যে ওই বাড়ির মালিক, তাঁর স্ত্রী ও বাড়ির পরিচারিকা রয়েছেন (Triple Murder case in Delhi Harinagar area)৷ তবে একই বাড়িতে 3 বছরের একটি শিশু থাকলেও, তার কোনও ক্ষতি করেনি দুষ্কৃতীরা ৷ ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীততে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক সমীর আহুজা, তাঁর স্ত্রী শালু ও তাঁদের পরিচারিকা স্বপ্না ৷ চারতলা ওই বাড়ির উপরের তলা থেকে উদ্ধার হয়েছে সমীর ও শালুর দেহ ৷ পরিচারিকার দেহ মিলেছে এক তলায় ৷ পুলিশ জানিয়েছে, ধারালো কিছু দিয়ে কুপিয়ে ও ভারি কিছু দিয়ে থেঁতলে তাঁদের তিন জনকে খুন করেছে দুষ্কৃতীরা ৷ এদিন সকাল 9টা 15 নাগাদ প্রতিবেশীরা ফোন করে পুলিশকে এই খুনের খবর দেন (Delhi Triple Murder) ৷

আরও পড়ুন: ইন্দোরে পথ কুকুরকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 2 যুবক

পুলিশের ধারণা, দুষ্কৃতীরা আগে থেকে বাড়ির সদস্যদের চিনত ৷ তারা সংখ্যায় 4-5 জন ছিল ৷ বাড়ির বাইরে থাকা সিসিটিভিতে কয়েকজনের গতিবিধি ধরা পড়েছে ৷ সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশের অনুমান সোমবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দুষ্কৃতীরা ৷ প্রথমে খুন করা হয় ওই দম্পতিকে, সম্ভবত দুষ্কৃতীদের দেখে ফেলায় পরিচারিকাকেও মেরে ফেলা হয় (Triple Murder in Delhi) ৷ অন্য ঘরে ঘুমিয়ে থাকায় রক্ষা পায় 3 বছরের শিশুটি ৷ ডাকাতি, না-অন্য কোনও কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details