জৌনপুর (উত্তরপ্রদেশ), 11 এপ্রিল: 138 বছরের ব্যবধান শেষ হল সোমবার ! যার জন্য সুদূর ত্রিনিদাদ ও টোবাগো থেকে ভারতে আসতে হল সুনীতি মহারাজকে ! সুনীতির পূর্বপুরুষরা আদতে এই ভারতভূমেরই সন্তান ৷ কিন্তু, পরবর্তীতে তাঁরা ত্রিনিদাদ ও টোবাগোয় গিয়ে বসবাস শুরু করেন ৷ তারপর কেটে গিয়েছে 138 বছর ৷ সংশ্লিষ্ট পরিবারের বর্তমান সদস্যদের মধ্য়ে অন্যতম সুনীতি ৷ নিজের শিকড়ের সন্ধানে বেরিয়ে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার আদিপুর গ্রামে পৌঁছে যান তিনি ৷ সব কথা সামনে আসতেই সুনীতিকে নিয়ে কার্যত উৎসবে মেতে ওঠেন তাঁর ভারতীয় আত্মীয়রা ৷
সোমবার সকালে প্রথমবারের জন্য এই গ্রামে পা রাখেন সুনীতি ৷ গ্রাম দেখে, গ্রামের মানুষকে দেখে তাঁর দু'চোখ জলে ভরে যায় ৷ আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর আত্মীয়রাও ৷ বহু দূর থেকে আসা ঘরের মেয়েকে একেবারে প্রথাগতভাবে বরণ করে নেন তাঁরা ৷ সুনীতি যখন গ্রামে ঢোকেন, সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় উৎসব ৷ রীতিমতো ঢোল বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয় ৷ গ্রামের মহিলারাই সুনীতিকে প্রদীপ দেখিয়ে বরণ করেন, তাঁর গলায় মালা পরিয়ে দেন ৷