কলকাতা, 10 সেপ্টেম্বর: নাম বদলে গিয়েছে দিল্লির ঐতিহাসিক রাজপথের ৷ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের দৌলতে নরেন্দ্র মোদি আমলে রাজপথ এখন নাম বদলে 'কর্তব্য পথ' ৷ কেন্দ্রের নাম বদলের এই সিদ্ধান্তকে হাতিয়ার করে এবার রাজ্য বিজেপি'র নতুন ইনচার্জ (পর্যবেক্ষক) মঙ্গল পাণ্ডেকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra keeps new Kartavya jibes) ৷ রাজধানী এক্সপ্রেসের বদলে কর্তব্যধানী এক্সপ্রেসে চড়ে তাঁকে রাজ্যে আসার পরামর্শ মহুয়ার (TMC MP Mahua Moitra) ৷
শনিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় মহুয়া মৈত্র লেখেন, "বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি'র নতুন ইনচার্জ কর্তব্য কচুরি ও নতুন মিষ্টি কর্তব্য ভোগ খেতে খেতে, কর্তব্যধানী এক্সপ্রেসে চড়ে শিয়ালদায় আসতে পারেন ৷"
এদিন পর বেশকয়েকটি টুইট করেন মহুয়া (Mahua Moitra Tweets) ৷ সবক্ষেত্রেই তাঁর আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি ৷ একটি টুইটে তিনি লেখেন, "ভুলে যান ব্যাগ ও টি-শার্টের কথা, ভারতীয়রা এখন খাঁকি প্যান্টের মূল্য চোকাতে ব্যস্ত" ৷ সম্প্রতি রাহুল গান্ধির টি-শার্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে ৷ বিজেপি'র দাবি, 41 হাজারের দামি টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল ৷ এর আগে আবার তাঁর দামি ব্যাগের কারণে বিতর্কে জড়িয়েছিলেন মহুয়া ৷ মনে করা হচ্ছে, এই দুই প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে বিঁধেছেন মহুয়া ৷
আরও পড়ুন: 41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির
এই সংক্রান্ত আরও একটি টুইটে তিনি এদিন লেখেন, "বিজেপিকে পরামর্শ, সীমা না ছাড়ানোর এবং কোনও ব্যক্তির পোশাক ও অন্য সামগ্রী নিয়ে মন্তব্য না করার ৷ মাথায় রাখুন যদি আমরা বিজেপি সাংসদদের ঘড়ি, পেন, জুতো, আংটি ও পোশাক নিয়ে এইরকম কাজ করি তাহলে আপনারা পস্তাবেন ৷"