আগরতলা ও কলকাতা, 27 সেপ্টেম্বর : "বাপ তো আমি ৷ যে সরকার চালায় তার হাতেই সব ক্ষমতা থাকে ৷ আদালত কী করবে ৷" আদালত অবমাননা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে ৷ তাঁর এই মন্তব্যের ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ৷
এই মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় বিপ্লব দেবকে আক্রমণ করেছে ৷ ভবানীপুরে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব দেবকে নিশানা করে বলেন, "একজন মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে কেউ একথা বলতে পারেন ? সরকার চালান বলে কী আইনও ওনার হাতে ? একজন মুখ্যমন্ত্রী যা খুশি বলছেন ৷ আইন কারোর ঊর্ধ্বে নয় ৷"
এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন , "এটা সমগ্র জাতির জন্য একটি বৈষম্য ৷ তিনি নির্লজ্জভাবে গণতন্ত্রকে বিদ্রুপ করেছেন ৷ মাননীয় বিচারককে ব্যঙ্গ করেছেন ৷ তাঁর এই অসম্মানজনক মন্তব্য কি সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে দেখবে ?"
যদিও এখনও পর্যন্ত বিপ্লব দেবের কাছ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি এ ব্যাপারে ৷ তবে তাঁর ওএসডি সঞ্জয় মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের পাল্টা টুইটে বলেন, "মিথ্যা প্রচার করার আগে অবশ্যই আপনাকে পুরোপুরি বক্তৃতাটা শুনতে হবে ৷ আপনার রাজনৈতিক গুরু সিপিআইএমের কাছ থেকে এসব শিখেছেন ৷ সরকারি প্রতিষ্ঠানের প্রতি আপনার কতটুকু শ্রদ্ধা তা আমরা সবাই জানি ৷"
আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের