নয়াদিল্লি/ কলকাতা, 11 ফেব্রুয়ারি : সংসদে রাজ্যপালের অপসারণ চেয়ে এবার প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস (TMC tables motion against Governor Jagdeep Dhankhar in Rajya Sabha) । রাজ্যসভার কার্যপ্রণালীর 170 নম্বর ধারায় এই প্রস্তাব নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে । এই অবস্থায় তৃণমূল কংগ্রেস বারবারই রাজ্যপাল নিয়ে সরব হয়েছে । রাজ্যপাল জাগদীপ ধনকরকে (Bengal Governor Jagdeep Dhankhar) সরানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । একইভাবে বাজেট অধিবেশনের শুরুতে লোকসভায় প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পরে সৌগত রায় যথাক্রমে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে এই দাবি জানান । কিন্তু কোনও ক্ষেত্রেই কোনও পদক্ষেপ না হওয়ায় অবশেষে রাজ্যসভায় এই নিয়ে স্বতন্ত্র প্রস্তাব নিয়ে আসছেন তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ।
তৃণমূল কংগ্রেসের শেষ সংসদীয় দলের বৈঠকে রাজ্যপালের বিষয়ে স্বতন্ত্র প্রস্তাব আনার বিষয়ে আলোচনা হয়েছিল । সেই সময় দলের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিয়ে অনুমোদন চাওয়া হয়েছিল । তার ভিত্তিতেই এবার রাজ্যসভায় এই বিল আসতে চলেছে । আর তৃণমূলের এই পদক্ষেপ থেকেই পরিষ্কার রাজ্যপালকে সরানোর বিষয়ে পশ্চিমবঙ্গের শাসকদল কতটা সিরিয়াস । যেহেতু এটা একটা স্বতন্ত্র প্রস্তাব, তাই এখন দেখার রাজ্যসভার চেয়ারম্যান এই প্রস্তাব গ্রহণ করেন কি না ! কিন্তু যদি রাজ্যসভার চেয়ারম্যান এই প্রস্তাব গ্রহণ না করেন সে ক্ষেত্রে কিন্তু এই নিয়ে কোনও আলোচনা হবে না ।