পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhabanipur By-poll: দেশকে পাকিস্তান বা তালিবান শাসিত রাষ্ট্রে পরিণত হতে দেব না, বলছেন মমতা - ভবানীপুরে বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

ভবানীপুর উপনির্বাচন ঘিরে তুঙ্গে দুই ফুলের লড়াই ৷ বিজেপি জানিয়েছে ভবানীপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় জিতলে গোটা দক্ষিণ কলকাতা পাকিস্তান হয়ে যাবে ৷ তার জবাব দিলেন ভবানীপুরের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Sep 17, 2021, 6:39 AM IST

Updated : Sep 17, 2021, 10:06 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : দেশকে পাকিস্তান অথবা তালিবানে পরিণত হতে দেবেন না তিনি, বলছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভবানীপুরে হেভিওয়েট উপনির্বাচন ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি ৷ যদি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জেতে তাহলে গোটা দক্ষিণ কলকাতা পাকিস্তান হয়ে যাবে, গেরুয়া শিবিরের এই অভিযোগের বিরুদ্ধে তিনি পাল্টা জবাব দিলেন মমতা ৷ বললেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে ৷ তাই শুধু ভবানীপুর নয়, রাজ্য তথা সমগ্র দেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী এই কথা জানান ৷ তিনি বলেন, "আমি বিজেপির নীতি আর রাজনীতি, কোনওটাই পছন্দ করি না ৷ ওরা শুধু ধর্ম অনুযায়ী মানুষের মধ্যে বৈষম্য তৈরির রাজনীতি অনুসরণ করে ৷ ওরা বলেছিল নন্দীগ্রামও পাকিস্তান হয়ে যাবে (যদি তৃণমূল কংগ্রেস জেতে) ৷ ভবানীপুরের ক্ষেত্রেও একই কথা বলছে ৷ এটা খুব ধিক্কারজনক ৷"

ভবানীপুর বিধানসভা কেন্দ্র

এই কেন্দ্রটি শহর তথা রাজ্য়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ৷ একদিকে এখানে বাংলাভাষী মানুষের পাশাপাশি বহু হিন্দিভাষী মানুষ বসবাস করেন ৷ সম্প্রদায়ের দিক থেকেও এই জায়গার বৈশিষ্ট্য, এখানে গুজরাত থেকে আসা ব্যবসায়ী, শিখ ব্যবসায়ীরা থাকেন ৷ আবার ভবানীপুরের একটি বড় অংশ জুড়ে ধনী ব্যবসায়ীদের বাস ৷ রাজনৈতিক দিক থেকেও এই বিধানসভা কেন্দ্র তাৎপর্যপূর্ণ ৷ ভবানীপুর তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ৷ ভবানীপুর বিধানসভা কেন্দ্রেই বাড়ি রাজ্যের মুখ্যমন্ত্রীর ৷ এর আগে তিনি 2011 সালে বিধানসভা উপনির্বাচনে এবং 2016 সালে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন এই কেন্দ্র থেকে ৷

তাই ভবানীপুরের প্রচার অন্য কেন্দ্রগুলির তুলনায় একটু আলাদা হবে, সেটাই স্বাভাবিক ৷ এ বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মুখ্যমন্ত্রী ৷ তাই মুখ্যমন্ত্রীর আসন টিকিয়ে রাখতে তাঁর এই উপনির্বাচনে জেতাটা জরুরি ৷ এই কেন্দ্রকে ঘিরে জোরকদমে চলছে দুই যুযুধান পক্ষের তুমুল প্রচার ৷

নিজের গড়-রক্ষার প্রচারে তৃণমূল নেত্রী

প্রচারে এসে এলাকাবাসীর উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, "আমি চাই আমার দেশ আরও শক্তিশালী হোক ৷ আমার সর্বশক্তি দিয়ে আমি আমার জন্মভূমিকে রক্ষা করব ৷ ভারতকে অন্য একটা তালিবান শাসিত রাষ্ট্র, পাকিস্তানে পরিণত হতে দেব না ৷"

আরও পড়ুন : Bhabanipur By Election: মমতার বিরুদ্ধে কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

মসজিদ, গুরুদ্বার দর্শন

ওই অঞ্চলের মসজিদে, গুরুদ্বারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এ নিয়ে সমালোচনা করে বিরোধী বিজেপি দল ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি একটা মসজিদে গিয়েছিলাম, গুরুদ্বারেও গিয়েছি ৷ আর বিজেপির এই দুটো জায়গা নিয়েই সমস্যা হচ্ছে ৷ আমি বিজেপির মতো ধর্মের সঙ্গে রাজনীতিকে জড়াই না ৷ বিজেপি নেতারা শুধুমাত্র বিভাজনের রাজনীতির ভাষাই বোঝে ৷"

লক্ষ্য যখন হিন্দিভাষী

ভবানীপুরের বহু হিন্দিভাষী মানুষের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো জানান, তিনি ভালো-মন্দ, সব সময় তাঁদের পাশে থাকবেন ৷ তিনি বলেন, "ভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ আমি তৈরি করি না, বিজেপি করে ৷ তারা ভ্রাতৃত্ববোধকে ধ্বংস করে সামাজিক গোষ্ঠীর মধ্যে বৈষম্য সৃষ্টি করে ৷"

ব্যবসায়ীদের স্তুতি

ভবানীপুরের আরেকটি বিশেষত্ব এখানে বহু ব্যবসায়ীর বসবাস ৷ তাঁদের সন্তুষ্ট করতে তিনি 2016-র ডিমানিটাইজেশনের (Demonetisation) উল্লেখ করে বলেন, "আমি প্রথম এর বিরোধিতা করেছিলাম ৷ আমি জানি, এই সময় ব্যবসায়ীদের কী প্রচণ্ড হয়রান হতে হয়েছিল ৷ আমি মাঝে মাঝেই বড়বাজারে ব্যবসায়ীদের সঙ্গে গিয়ে দেখা করি৷ তাদের সঙ্গে কথা বলি ৷"

সম্প্রতি কেন্দ্রে অর্থমন্ত্রী (Union Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) 6 লক্ষ কোটি টাকার ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন (National Monetisation Pipeline, NMP) বা এনএমপি-র কথা ঘোষণা করেছে ৷ এতে রেল, সড়ক, বিদ্যুৎ আরও অনেক কিছুর বেসরকারিকরণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এ নিয়ে বিজেপিকে কটাক্ষ তিনি জানান, কেন্দ্রীয় সরকার সারা দেশটাকে বিক্রি করে দিতে চাইছে ৷ রেল, বিমান, বন্দর, সবকিছু বিক্রি করে দিচ্ছে তারা ৷ তাঁর প্রশ্ন, "আপনারা কি দেশের মাটি বিক্রি করতে পারবেন ?"

কোভ্যাক্সিন

বাদ যায়নি কোভিড-19 ভ্যাকসিন প্রসঙ্গ ৷ তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (World Health Organisation, WHO) সঙ্গে কথা বলে কোভ্যাক্সিন-এর (Covaxin) অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা ৷ যাতে যাঁরা এই ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের দেশের বাইরে যেতে অসুবিধে না হয় ৷

আরও পড়ুন : ভবানীপুরের গুরুদ্বারে মমতা বন্দ্যোপাধ্যায়

গতকাল তিনি ভবানীপুরে লক্ষ্মী নারায়ণ মন্দিরে (Laxmi Narayan Temple) গিয়ে পুজো দেন ৷ নিজে হাতে আরতিও করেন মুখ্যমন্ত্রী ৷

একুশের বিধানসভা নির্বাচনে তিনি তাঁর প্রাক্তন সেনাপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার জন্য নন্দীগ্রামকে বেছে নেন ৷ বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এলেও নন্দীগ্রামে হেরে যান স্বয়ং তৃণমূল সুপ্রিমো ৷ নিজের আসন অক্ষত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 নভেম্বরের মধ্যে এই বিধানসভা কেন্দ্র থেকে জিততে হবে ৷ শোভনদেব চট্টোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জিতে বিধায়ক হলেও, তৃণমূল নেত্রীর জন্য পদত্যাগ করে এই কেন্দ্রটি ছেড়ে দেন ৷

30 সেপ্টেম্বর এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) আর সিপিআই (এম)-এর শ্রীজীব বিশ্বাস (Srijib Biswas) প্রার্থী হয়েছেন ৷ কংগ্রেস তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না বলে জানিয়েছে ৷ 3 অক্টোবর ভোট গণনা হবে ৷

Last Updated : Sep 17, 2021, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details