নয়াদিল্লি, 7 এপ্রিল: কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে তাদের তরফে চিঠিও লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার ওই সদস্যের কাছে ৷ শুক্রবার পাঠানো ওই চিঠিতে গিরিরাজের ব্যক্তিগত সচিবের আচরণকে অনৈতিক বলেও দাবি করা হয়েছে ৷
প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের তরফে গিরিরাজের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে কেন এমন গুরুতর অভিযোগ তোলা হল ? এই প্রশ্নের উত্তর পেতে গেলে পিছিয়ে যেতে হবে দু’দিন ৷ গত বুধবার নয়াদিল্লির কৃষি ভবনে হাজির হয়েছিল তৃণমূলের এক প্রতিনিধি দল ৷ 25 জন সাংসদের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁরা সেদিন দেখা করতে চেয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে ৷ একশো দিনের কাজে কেন্দ্র পশ্চিমবঙ্গের যে টাকা বকেয়া রেখেছে, তা আদায়ের উদ্দেশ্যেই সেদিন অভিষেকের নেতৃত্বে তৃণমূলের সাংসদরা গিরিরাজের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ৷
কিন্তু মন্ত্রীর দেখা পাননি অভিষেকরা ৷ বেশ কিছুক্ষণ তাঁরা মন্ত্রকের বাইরে দাঁড়িয়েছিলেন ৷ আধিকরিকদের সঙ্গে অভিষেকদের বাদানুবাদও হয় ৷ পরে আধিকারিকরা জানান যে মন্ত্রী গিরিরাজ নয়াদিল্লিতে নেই ৷ তিনি বিহারে চলে গিয়েছেন ৷ এর পর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তৃণমূলের প্রতিনিধি দল ৷ যদিও সেদিন অভিষেক আধিকারিকদের প্রকাশ্যেই জানিয়েছিলেন, এমনটা যেন না হয় যে মন্ত্রী রাজধানীতে রয়েছেন ৷ অথচ তাঁদের বিভ্রান্ত করা হচ্ছে ৷