পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua on CSIR: রামমন্দির নিয়ে সিএসআইআর-এর ভূমিকা নিয়ে বিজেপিকে নিশানা মহুয়ার - সিএসআইআর

2024-এর রামনবমীতে রামলালার মূর্তির মাথায় সূর্যকিরণ এসে পড়বে ৷ এমনটাই দাবি, সিএসআইআর (CSIR) ও সিবিআরআই (CBRI)-এর বিজ্ঞানীদের৷ এই নিয়ে টুইটে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷

Trinamool Congress MP Mahua Moitra Slams BJP on CSIR Tweet about Ram Mandir
Mahua on CSIR: রামমন্দির নিয়ে সিএসআইআর-এর ভূমিকা নিয়ে বিজেপিকে নিশানা মহুয়ার

By

Published : Nov 21, 2022, 1:53 PM IST

কলকাতা, 21 নভেম্বর: রামমন্দির (Ram Mandir) নির্মাণে সরকারি বিজ্ঞানীদের ভূমিকা কেন থাকবে ? কার্যত এই প্রশ্নই তুললেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর দাবি, ‘‘আমাদের করের টাকা এই কাজে ব্যবহার করা হচ্ছে ৷’’ এই ঘটনাকে তিনি লজ্জাজনক বলেও ব্যাখ্যা করেছেন ৷ তাঁর কথায়, ‘‘প্রতিদিন মান নিচে নামছে ৷’’

কিন্তু কৃষ্ণনগরের সাংসদ কেন এই প্রশ্ন তুললেন ? কেন্দ্রীয় সরকারি সংস্থা কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডিয়াস্ট্রিয়াল রিসার্চ বা সিএসআইআর (CSIR)-এর একটি টুইট দেখে তিনি এই প্রশ্ন তুলেছেন ৷ কী ছিল সেই টুইটে ? সিএসআইআর-এর টুইটার হ্যান্ডেলের যে স্ক্রিনশট মহুয়া (Mahua Moitra) টুইট করেছেন, সেখানে লেখা রয়েছে, সিএসআইআর ও সিবিআরআই (CBRI)-এর বিজ্ঞানীরা দেখিয়েছেন যে 2024 সালের রামনবমীর দিন কীভাবে রামলালার মূর্তির মাথায় সূর্যের কিরণ এসে পড়বে ৷

মহুয়ার দাবি, তাঁকে একজন বিজ্ঞানী এই স্ক্রিনশটটি পাঠিয়ে লিখেছেন, ‘‘ভারতীয় বৈজ্ঞানিক সমাজের প্রতিনিধি হিসেবে লজ্জিত ৷’’ ওই মহিলা বৈজ্ঞানিকের লেখার অংশটি মহুয়া আবার বাংলায় তর্জমা করে লিখেছেন, ‘‘বৈজ্ঞানিক হিসেবে নিজের পরিচয় দিতে লজ্জা করে ৷’’

মহুয়া মৈত্রর টুইট

এর পর টুইটে মহুয়া লিখেছেন, সিএসআইআর বিশ্বের অন্যতম বড় গবেষণা সংস্থা যাদের সরকারি অর্থ সাহায্য দেওয়া হয় ৷ তার পরই ওই টুইটে মহয়ার সংযোজন, ‘‘আমাদের করের টাকা এই কাজে ব্যবহার করা হচ্ছে ৷ লজ্জাজনক ৷ প্রতিদিন মান নিচে নামছে ৷’’

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি সিবিআরআই বা সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সদস্যরা অযোধ্যয় গিয়েছিলেন ৷ সেখানে গিয়ে তাঁরা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই তাঁরা সূর্যকিরণের বিষয়টি ব্যাখ্যা করেন ৷ এই সংস্থাটি সিএসআইআর-এর অংশ ৷

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মহুয়া আসলে আক্রমণ করেছেন বিজেপিকেই (BJP) ৷ বিজেপির আমলে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷ কিন্তু তিনি কোথাও বিজেপিকে সরাসরি আক্রমণ করেননি ৷

আরও পড়ুন:গণতন্ত্র উলঙ্গ রাজার নির্বাচনী অস্ত্র, কটাক্ষ মহুয়ার

ABOUT THE AUTHOR

...view details